×

জাতীয়

গণভবনে বৈঠক: মুজিববর্ষের অনুষ্ঠানের পুনর্বিন্যাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২০, ১০:০৪ পিএম

গণভবনে বৈঠক: মুজিববর্ষের অনুষ্ঠানের পুনর্বিন্যাস

মুজিববর্ষের লোগো।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী নেয়া কর্মসূচির পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেয়া হয়েছে। করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ডাকা জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন মুজিববর্ষ উদযাপন জাতীয় কমিটি, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, তথ্য ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, আওয়ামী লীগের সিনিয়র নেতারা।

এর আগে বিকেলে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত ব্রিফিংয়ে দেশে তিন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়ার তথ্য প্রকাশ করেন প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এরপরই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্যরা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পূর্বনির্ধারিত সভা মূলতবি করে গণভবনের উদ্দেশ্যে রওনা দেন। গণভবনের বৈঠকে সার্বিক জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় নিয়ে মুজিববর্ষের সব অনুষ্ঠান পুনর্বিন্যাস করার সিদ্ধান্ত নেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App