×

শিক্ষা

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে নারী দিবস পালিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২০, ০৭:৫৯ পিএম

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে নারী দিবস পালিত

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। রবিবার (৮মার্চ) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে ‘নারী অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকল নারী সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সেকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অভিনেত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকেয়া প্রাচী, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য গোলাম সারোয়ার কবির, জোনায়েত আহমেদ, ট্রেজারার ড. রফিক উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার আব্দুল কাইউম সরদার, পরীক্ষা নিয়ন্ত্রক কামরান চৌধুরীসহ ইংরেজি বিভাগের চেয়ারম্যান ফাহমিদা কাশেম, এগ্রিবিজনেস বিভাগের চেয়ারম্যান ড. সোনিয়া তাবাসসুম আহমেদ, ডেপুটি লাইব্রেরিয়ান ড. নিখিল চন্দ্র সরকার ও ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্রী আফসানা মিমি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধানে নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করেছেন। বঙ্গবন্ধু সর্বদা নারীদের প্রাপ্য সম্মান দিয়েছেন। বঙ্গবন্ধু যুদ্ধ পরবর্তী বীরাঙ্গনাদের সন্তানদের পিতা-মাতার পরিচয় বঙ্গবন্ধুর নাম ও ঠিকানা দিতে বলেছিলেন। তাই বঙ্গবন্ধু ছিলেন সত্যিকারের জাতির পিতা। বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নরীরা আজ সমাজের সকল ক্ষেত্রে অবদান রাখছে, যা জাতিসংঘসহ বিভিন্ন সংস্থার কাছে স্বীকৃতি পেয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App