×

খেলা

স্ত্রীকে উৎসাহ দিতে দেশে ফিরলেন স্টার্ক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২০, ১২:৩২ পিএম

স্ত্রীকে উৎসাহ দিতে দেশে ফিরলেন স্টার্ক

ক্রিকেটে স্ত্রীকে উৎসাহ দিতে দক্ষিণ আফ্রিকা থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেন মিচেল স্টার্ক

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে আগামীকাল স্বাগতিক অস্ট্রেলিয়া ভারতের মোকাবিলা করবে। স্ত্রীকে উৎসাহ জোগাতে দক্ষিণ আফ্রিকা থেকে আজ নিজ দেশের উদ্দেশে রওনা দিচ্ছেন মিচেল স্টার্ক।

স্বামী মিচেল স্টার্ক কিংবা ইয়ান হিলির পরিচয়ে নয় আপন মহিমায় সমোজ্জ্বল অ্যালিসা হিলি। মেয়েদের ক্রিকেটে অ্যালিসা হিলি এক দুর্দান্ত ক্রিকেটারের নাম। ২৯ বছর বয়সী ব্যাটার-উইকেটকিপার। চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার ফাইনালে ওঠার পথেও অ্য্যালিসার অবদান অনেক। এবার মেলবোর্নের ফাইনালে নিজেকে মেলে ধরার পালা। দক্ষিণ আফ্রিকায় খেলা দুই ওয়ানডেতে খুব একটা ভালো সময় যায়নি স্টার্কের। প্রথম ম্যাচে ৫৩ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট, দ্বিতীয় ওয়ানডেতে ৫৯ রানে শিকার ২ উইকেট। আর তার স্ত্রী হিলি খারাপ সময় কাটিয়ে টি-টোয়েন্টি বিশ^কাপে ফিরেছেন চেনা ছন্দে। ভারতের বিপক্ষে ৫১ রানের পর বাংলাদেশের বিপক্ষে খেলেন ৮৩ রানের ঝড়ো ইনিংস।

ফাইনালে এই ওপেনারের কাঁধে আরো বড় দায়িত্ব। স্বামী হিসেবে এই সময় স্ত্রীর পাশে থাকতেই স্টার্ক উড়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। অ্যারন ফিঞ্চদের দক্ষিণ আফ্রিকা সফর শেষ হয়নি এখনো। আজ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলতে নামবে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এরই মধ্যে ২-০ ব্যবধানে হেরে বসে আছে। পচেফস্ট্রমের শেষ ম্যাচটি ফিঞ্চদের হোয়াইটওয়াশ ঠেকানোর। তবু স্টার্ককে দেশে ফেরার অনুমতি দিয়েছে অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্ট। কোচ জাস্টিন ল্যাঙ্গার জানিয়েছেন, দেশে ফিরে স্ত্রীর বিশ্বকাপ ফাইনাল দেখাটা স্টার্ককে আরো সতেজ করবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে।

বিষয়টিকে ইতিবাচকই দেখছেন ল্যাঙ্গার, দেশের মাটিতে বিশ্বকাপ ফাইনাল ম্যাচে অ্যালিসা হিলির খেলা দেখা মিচেলের জন্য জীবনের সেরা সুযোগ। তাই আমরা খুশি মনে তাকে অনুমতি দিয়েছি দেশে ফেরার এবং তার স্ত্রীকে সমর্থন দিয়ে দারুণ এই মুহূর্তের সঙ্গী হওয়ার।

অস্ট্রেলিয়ান সামার থেকে টানা খেলছেন স্টার্ক। ধকল কাটিয়ে উঠতে এটি বড় ভূমিকা রাখবে বলে মনে করেন অস্ট্রেলিয়ান কোচ, এবারের গ্রীষ্ম থেকে টানা খেলে চলেছে স্টার্ক। ওর কয়েকদিন আগে দেশে ফেরা মানে হলো সে ঘরের মাঠ ও অ্যাওয়ে ওয়ানডে সিরিজ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে আগে নিজেকে চাঙা করার সুযোগ পেল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App