×

আন্তর্জাতিক

হলিউডে করোনার থাবা: লাইট, ক্যামেরা...নো অ্যাকশন?

Icon

nakib

প্রকাশ: ০৬ মার্চ ২০২০, ০৫:৪০ পিএম

হলিউডে করোনার থাবা: লাইট, ক্যামেরা...নো অ্যাকশন?

হলিউডে করোনার হানা

নতুন জ্যামস বন্ড ছবির শুটিং স্থগিত করা হয়েছ। ফিল্ম ফেস্টিভালগুলো বাতিল করা হচ্ছে। বড় বাজেটের ব্লকবাস্টার ছবিগুলোর দৃশ্যায়ন থমকে আছে। করোনা ভাইরাসের থাবায় বড় ধরণের চ্যালেঞ্জের মুখে পরেছে হলিউড।

এতো সংখ্যক ছবির শুটিং একসাথ এভাবে থমকে যাওয়ার ঘটনা হলিউডের ইতিহাসে বিরল বলে জানান জ্যাফ বক। এশিয়াতে হলে সিনেমা দেখা প্রায় বন্ধ হয়ে যাওয়ায় এখন পর্যন্ত ২ বিলিয়ন ডলার ক্ষতির মুখে পরছে সিনেমা সংশ্লিষ্টরা।

গত মাসে ইতালিতে টম ক্রুজের “মিশন ইমপসিবল” ছবির শুটিং বাতিল করা হয়েছিল দেশটিতে করোনার ব্যাপক বিস্তারের কারণে।

নেটফ্লিক্সের “রেড নোটিশ” ছবির শুটিং বাতিল করার পর নতুন শুটিং স্পট খোঁজছে নির্মাতারা। তবে এতে করে মুভি নির্মাণ খরচ আরো বাড়বে। অন্য দিকে সকল শিল্পিকে একত্র করাটাও একটা সমস্যা হয়ে দাড়িয়েছে।

এ অবস্থা বেশি দিন চলতে থাকলে সামনের বছরের সেরা বাজেটের মুভিগুলো মুক্তির তারিখ পিছিয়ে যেতে পারে।ফলে করোনার কারণে ভুগান্তিতে পরতে হবে ছবি প্রেমিদেরকেও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App