×

খেলা

রেকর্ড গড়া ম্যাচে বৃষ্টির বাধা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২০, ০৪:৫২ পিএম

রেকর্ড গড়া ম্যাচে বৃষ্টির বাধা

তামিম ইকবাল-লিটন দাস

লিটন দাসের তৃতীয় সেঞ্চুরিটি এলো এক ম্যাচের ব্যবধানেই। কিন্তু প্রথম ও দ্বিতীয় সেঞ্চুরির মাঝে পার্থক্য ছিল ১৫ ম্যাচের ব্যবধান। অন্যদিকে তামিমও খেলছেন দুর্দান্ত। দুজনই ব্যাটে রানের ফোয়ারা ছোটাচ্ছেন। খুব আরাম করে খেলেই এ মুহূর্ত বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১৮২। খেলা হয়েছে ৩৩.২ ওভার। যদিও বৃষ্টিতে খেলা এখন বন্ধ জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ১২৬ রানের হার না মানা এক ইনিংস খেলেছিলেন। দ্বিতীয় ম্যাচে রানআউটের কবলে পড়ে ৯ রানের বেশি এগোতে পারেননি। তবে তৃতীয় ওয়ানডেতে এসে আবারও হেসে উঠলো লিটনের ব্যাট। তুলে নিলেন আরেকটি সেঞ্চুরি। তিন ম্যাচে দুই সেঞ্চুরি করে লিটন জানিয়ে দিলেন, আগের দিন আর নেই। এখন তার মধ্যে বড় পরিবর্তন এসেছে। ভবিষ্যতে বাংলাদেশ দলের ওপেনিংয়ের বড় ভরসা হওয়ারই ইঙ্গিত ২৫ বছর বয়সী এই তরুণের ব্যাটে। তামিম ইকবালের সঙ্গে লিটন দাসের ওপেনিং জুটি এখনও অবিচ্ছিন্ন ১৮২ রানে। লিটন ১০২ আর তামিম ৭৯ রানে অপরাজিত আছেন, এমন সময়ে ঝরঝরিয়ে নেমেছে বৃষ্টি। ৩৩.২ ওভার খেলা হওয়ার পর হঠাৎ বৃষ্টিতে ম্যাচ বন্ধ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App