×

সাহিত্য

নাসির আলী মামুনের ‘জয় বঙ্গবন্ধু’ প্রদর্শনী

Icon

nakib

প্রকাশ: ০৬ মার্চ ২০২০, ০৯:১৭ পিএম

নাসির আলী মামুনের ‘জয় বঙ্গবন্ধু’ প্রদর্শনী

‘জয় বঙ্গবন্ধু’ প্রদর্শনী

সত্তর দশকের গোড়ার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেকগুলো প্রতিকৃতি ধারণ করেছিলেন নাসির আলী মামুন। খুব কাছে থেকে বঙ্গবন্ধুর কিছু দুর্লভ মুহূর্তকে ক্যামেরার ফ্রেমে বন্দি করে রেখেছেন তিনি। দুর্লভ ও অপ্রকাশিত ঐতিহাসিক সেসব ছবি নিয়েই ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শুরু হলো ‘জয় বঙ্গবন্ধু’ শীর্ষক প্রদর্শনী।

বিকেলে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ মারা সু।এসময় আরও উপস্থিত ছিলেন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক অলিভিয়ে দতজে। ৮ মার্চ রবিবার, ১৩ মার্চ শুক্র ও ১৪ মার্চ শনিবার বন্ধ ছাড়া সোম থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য খোলা থাকবে।

২৪ মার্চ শেষ হবে ২৫টি আলোকচিত্র দিয়ে সাজানো এই প্রদর্শনী। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সকল মুক্তিযোদ্ধাদের প্রতি উৎসর্গ করা হয়েছে এই প্রদর্শনী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App