×

খেলা

তামিমের রেকর্ড ছাপিয়ে ইতিহাস গড়লেন লিটন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২০, ০৭:৫২ পিএম

তামিমের রেকর্ড ছাপিয়ে ইতিহাস গড়লেন লিটন

রেকর্ড গড়েন লিটন দাস।

তামিম ইকবালকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন লিটন কুমার দাস। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ১৭৬ রানের ইনিংস খেললেন লিটন। তামিমের রেকর্ডটিকে দুই দিন মাত্র টিকতে দিলেন তামিমের সতীর্থ ওপেনার লিটন দাস। তামিম রেকর্ড গড়েছিলেন মঙ্গলবার। আর তিনদিনের মাথায় শুক্রবার সে রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন লিটন দাস। সেটিও তামিম ইকবালকে অপরপ্রান্তে রেখেই।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মাত্র ৪০.৫ ওভার ব্যাট করেই লিটন খেলেছেন ১৪৩ বলে ১৭৬ রানের ঝকঝকে এক ইনিংস। এই ব্যাটিংয়ে তিনি ভেঙেছেন যেমন তামিমের সর্বোচ্চ রানের রেকর্ড, তেমনি নতুন করে গড়েছেন এক ইনিংসে সর্বোচ ছয়ের রেকর্ডটিও। লিটনের এই ইনিংসে ছিলো ১৬ চার ও ৮ ছয়ের মার। এর আগে বাংলাদেশের পক্ষে এক ইনিংসে সর্বোচ্চ ছয়ের রেকর্ড ছিলো তামিমের, ৭টি। সেই রেকর্ড ভেঙে আজ ৮টি ছক্কা মারলেন লিটন।

বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংস

১. লিটন দাস - ১৭৬ বনাম জিম্বাবুয়ে (২০২০) ২. তামিম ইকবাল - ১৫৮ বনাম জিম্বাবুয়ে (২০২০) ৩.. তামিম ইকবাল - ১৫৪ বনাম জিম্বাবুয়ে (২০০৯) ৪. মুশফিকুর রহীম - ১৪৪ বনাম শ্রীলঙ্কা (২০১৮) ৫. ইমরুল কায়েস - ১৪৪ বনাম জিম্বাবুয়ে (২০১৮)

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App