×

আন্তর্জাতিক

সাড়ে ৩ বছরের অমরজ্যোতি ‘খুদে উইকিপিডিয়া’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২০, ০৯:৫৭ এএম

সাড়ে ৩ বছরের অমরজ্যোতি ‘খুদে উইকিপিডিয়া’
বয়স মাত্র সাড়ে তিন। কিন্তু, তাতে কী! হাতে চকোলেট গুঁজে দিলেই একের পর এক দেশের রাজধানীর নাম ঝটপট বলে দিতে পারে অমরজ্যোতি। এখনও স্কুলের গণ্ডিতে সে পা রাখেনি। তবে এই বয়সেই বিশ্বের ১৯৬টি দেশের রাজধানীর পাশাপাশি ভারতের প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম থেকে শুরু করে সব রাজ্যের রাজধানীর নাম, স্থানীয় প্রধান থেকে শুরু করে জেলার সমস্ত আধিকারিকের নাম সে অবলীলায় বলে দিতে পারে। ধনুডি গ্রামের খুদে অমরজ্যোতি মাহাতর প্রতিভায় বিস্মিত বাঘমুন্ডি। অনেকেই তাকে আদর করে ডাকে ‘খুদে উইকিপিডিয়া’ বলে। তার প্রতিভা শোনার পর অনেকেই তাকে একবার চোখের দেখা দেখতে ছুটে আসছেন। খবর বর্তমান পত্রিকা। পুরুলিয়া জেলার প্রত্যন্ত গ্রাম ধনুডিতে বাস বিস্ময় বালক অমরজ্যোতির। তার বাবা ক্ষিতীশ মাহাত পেশায় হাতুড়ে চিকিৎসক। চাষাবাদও রয়েছে। ক্ষিতীশবাবু এবং কর্মীদেবীর ছোট ছেলে অমরজ্যোতি। মাত্র সাড়ে তিন বছর বয়সেই অমরজ্যোতির প্রতিভার প্রশংসায় পঞ্চমুখ সারা গ্রাম। অমরজ্যোতি ধনুডি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গেলেও অধিকাংশ দিন খিচুড়ি নিয়েই ফিরে আসে। প্রতিদিনই সন্ধ্যায় বাবার কাছে শুনে শুনেই এই বয়সেই তার ঠোটস্থ গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে গোটা বিশ্বের বহু তথ্য। তবে, তার মুখে সে সব শুনতে গেলে নির্দিষ্ট সময়ের ব্যবধানে হাতে গুঁজে দিতে হবে চকোলেট। অমরজ্যোতি একটানা ১৯৬টি দেশের রাজধানীর নামের পাশাপাশি বলে দিতে পারে ভারতের প্রতিটি রাজ্যের রাজধানী এবং মুখ্যমন্ত্রীর নাম। বাবার মুখের প্রশ্ন শেষ হতে না হতেই গোটা দেশের সবকটি রাজ্যের নাম, কেন্দ্রশাসিত অঞ্চলের নাম, স্থানীয় পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদ সদস্য, স্থানীয় বিধায়ক, এমপির নাম মুহূর্তের মধ্যে সে বলে দিচ্ছে। এছাড়াও বিডিও, ওসি, কৃষি আধিকারিক, ভূমিও ভূমি সংস্কার আধিকারিক, জেলা শাসক, পুলিশ সুপার, সিএমওএইচ, ডিএফও, রাজ্যপালের নামও তার মুখস্থ। অমরজ্যোতি একটানা বলতে পারে প্রধানমন্ত্রীসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রীদের নাম, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি, রাষ্ট্রসংঘের মহাসচিবের নাম। হাতের চকোলেট মুখে পুড়ে দিয়েই বাঘমুন্ডির খুদে বিস্ময় বলে দিতে পারে লোকসভা, রাজ্যসভা ও পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য সংখ্যা। এগুলো পরিচালনাকারীদের নামও সে গড়গড় করে বলতে শুরু করে। তবে পুরোটাই নির্ভর করে মুডের ওপর। চকোলেট না পেলেই সে মুখে কুলুপ আঁটে। তবে মুড ঠিক থাকলে একনাগাড়ে নিজের পরিবারের সবার জন্ম তারিখ থেকে শুরু করে বিভিন্ন মনীষীদের জন্ম তারিখও বলে দেয় অমরজ্যোতি। গত সোমবার বিকেলে খেলা করছিল অমরজ্যোতি। কিন্তু, বাবার কাছে চকোলেট পেয়েই সে খেলা ছেড়ে বাড়িতে ছুটে আসে। তারপর কখনও বাবার কাঁধে চেপে, কখনও আবার খাটিয়ায় বসে সে বলতে শুরু করে একের পর এক তথ্য। ক্ষিতীশবাবু বলেন, দুবছর বয়স থেকে ওর শিক্ষা শুরু। এখনো কিছু লিখতে পারে না। তবে অ-আ-ক-খ ছাড়িয়েও বহু তথ্য ওর মুখস্থ। প্রথমে নিজেদের নাম ঠিকানা শেখানো শুরু করেছিলাম। কিন্তু, কয়েকদিনের মধ্যেই বুঝতে পারি, যে কোনো তথ্য শুনেই ও চট জলদি মুখস্থ করে ফেলে। সব দেশের রাষ্ট্রপ্রধানদের নামসহ আরো নতুন নতুন তথ্য সে প্রতিদিনই শিখছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App