×

সাময়িকী

বাংলাদেশ রূপে মুজিবই বহমান থাকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২০, ০৭:৫১ পিএম

বাংলাদেশ রূপে মুজিবই বহমান থাকে
তোমার গভীর মায়াময় বিস্তৃত জমিন জুড়ে শুধুই সৌন্দর্য মণ্ডিত রক্তাক্ত বর্ণমালা যত আশা যত ভালোবাসা তার চেয়ে ভাষাপ্রেম শিকড় সন্ধানে নেমে পড়ে জাগ্রত ছাত্র জনতাকে নিয়ে কারাগারের রোজনামচা লেখেন বঙ্গবন্ধু রাজপথ রঞ্জিত করে করে ইতিহাসের বাঁকে বাঁকে। ঝাঁকে ঝাঁকে ওড়ে বিজয়ের অসংখ্য পাখি অন্তহীন নীলাকাশে নক্ষত্রের মতন সোনালি স্বপ্ন হয়ে গড়ে তোলে আপন আবাস স্বাধীনতার ভাষা দেশ অভিন্ন হলো অভিন্ন হৃদয় বাংলার জাতির জনক কিংবা মুখপত্র মুজিব নির্মাণের ছবি আঁকে। অম্লান অক্ষয় মুক্ত করে দিয়ে পূর্ণতা করে দান আন্দোলনের গতিমুখ সাফল্যের শিখরে নিয়ে ত্যাগের দৃষ্টান্ত রেখে রেখে অতঃপর চূড়ান্ত আহ্বান চির উন্নত শিরে কখনও দ্রুত কখনও ধীরে শত্রুর কৌশল করে খান খান বৈষম্য ভল্ডামি মুখোশ খুলে বাংলাদেশ রূপে ধরায় অবিরত মুজিবই বহমান থাকে। সবার ভেতর মুজিব মুজিবে সবাই যেন একাকার বর হয়ে ধরা দিলো জাতির জীবনে যৌবনকথা বটে ঘটে ঘটনা যাহা তাহা আর বিচ্ছিন্ন কিছু নহে আদর্শ স্বরূপে সাহসের নাও হয়ে আজও বহে জীবনে মরণে নিত্য স্মরণে চিন্তা-চেতনায় সদা পাই যাঁকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App