×

জাতীয়

করোনাভাইরাস নিয়ে হাইকোর্টের নির্দেশনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২০, ০৫:০২ পিএম

করোনাভাইরাস নিয়ে হাইকোর্টের নির্দেশনা

করোনাভাইরাসে সর্তক হাইকোর্ট

বাংলাদেশ করোনা ভাইরাসের ঝুঁকিতে রয়েছে এমন সংবাদের ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরকে তিনটি মৌখিক নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। এই করোনাভাইরাসে কেউ যেন ভীতি সঞ্চার না করে সে বিষয়ে সচেতন থাকতে আদালত জোর তাগিদ দিয়েছেন।

হস্পতিবার (৫ মার্চ) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এসব মৌখিক নির্দেশনা দেন। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে আগামী সোমবারের (৯ মার্চ) মধ্যে এ সংক্রান্ত তথ্য জানাতে বলা হয়েছে।

হাইকোর্টের নির্দেশনায় রয়েছে, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস প্রতিরোধে সরকার কী কী ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়েছেন। বিভিন্ন বন্দরে করোনার কী পরীক্ষা করা হচ্ছে ও পরীক্ষকরা প্রশিক্ষিত কিনা, সারাদেশে করোনা ভাইরাস রোগীদের রাখার জন্য পৃথক কেবিনের ব্যবস্থা আছে কিনা এবং এই ভাইরাস শনাক্তের জন্য দেশে পর্যাপ্ত সরঞ্জাম আছে কিনা, সে বিষয়ে জানাতে এবং ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App