×

সাময়িকী

এই বসন্তের শেষে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২০, ০৭:৪২ পিএম

এই বসন্তের শেষে
এই বসন্তের শেষে আবার নতুন করে তুমি আমায় খুঁজবে সেই যে অলিক যন্ত্রণার দহন! যেখানে তোমার ক্লান্তিমাখা মুখ প্রগাঢ় দীর্ঘশ্বাস ছুঁয়ে ছুঁয়ে যেদিন আমি পৌঁছে যাব নক্ষত্রলোকে। স্বপ্নের ভিতর অথবা স্বপ্নের বাইরে আমাকে খুঁজবে তুমি বিবর্ণ অন্ধকারে। দিনশেষে অকস্মাৎ ফিরে তাকাবে ঘর-গেরস্থালির দিকে মনে হবে কত শতাব্দী আমি নেই। প্রিয় তুমি পাশ ফিরে হাত বাড়াবে আমার দিকে। অন্তর্বাসের আগুনে পোড়া অপেক্ষার সব প্রহর শেষে জেগে উঠবে আবার। পল্লবিত দুরাশায় রিক্ত হবে আবার নতুন করে পত্র-পল্লবে ভরে উঠবে বৃক্ষের ডালপালা প্রচ্ছন্ন মায়ায় জ্বলে উঠবে সন্ধ্যার মলিন প্রদীপ। বিপন্ন আশায় নিরন্তর তুমি খুঁজবে আমায়। মাঝরাতে লুকিয়ে কাঁদবে একা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App