×

সাময়িকী

আত্মবেদী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২০, ০৭:৪১ পিএম

সাতজনমে আমার আর বিশ্বাস নেই! ভাবো শেষে তোমার কথাই মেনে নিলাম, আমি তুমি আবার মানবরূপে জন্ম হলাম পরিচয় হলো কথা হলো.... অবশেষে প্রেম ধরো আবার নতুন করে তোমাতেই হারালেম। চোখে রাখি চোখ, ইশারায় হলো কিছু কথা তোমার আমার যুগলঠোঁটে রাজ্যের নীরবতা, ওষ্ঠ দুটো মিলেমিশে বিষাদ গেলো থেমে ভালোবাসার আদিখ্যেতায় আকাশ এলো নেমে। স্তব্ধ সকাল ক্লান্ত দুপুর নিকষ কালো রাত তোমার হাতে রেখেছিলাম আমার শুষ্ক হাত, আমার মনে নিভু আগুন উসকে দিলে ছাই হৃদয় জুড়ে দহনজ্বালা চাঁদের বুকে জোছনা নাই। অদৃশ্য বন্দি আমি শৃঙ্খলতায় ক্ষুদ্র মন সংকোচের দাবানলে পুড়ে যায় যে প্রতিক্ষণ পরের জন্মে হবে নাকি তুমি জাতিস্মর আগের মতো ছেড়ে যাবে এটাই আমার ডর।।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App