×

সাময়িকী

অগ্নি ঝরে বনে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২০, ০৭:৪৩ পিএম

ভোরের বাতাস বলছে আমায় দেখো দুয়ার খুলে আকাশ-বাতাস গাছে গাছে বসন্ত ফুল দোলে, গহন বনে একা একা চলে যেতে চাই খেলার সাথী ডেকে বলে বসন্ত বন যাই। নির্জনতা ডেকে চলে প্রত্যুষ-রাত্রি ভোর ভ্রমর আমায় ছুঁয়ে দিয়ে খোলে হৃদয় দোর পলাশ-শিমুল পড়ে আছে গোপাট লালে লাল দ্বিপ্রহরে বিজন ছায়ায় দাঁড়াই ক্ষণকাল শিহরণে ফুল বসন্ত ললাট ছুঁয়ে যায় বনে বনে অশোক-আগুন যৌবন ফিরে পায়। গাছে গাছে রঙিন ঢুলে অগ্নি ঝরায় বনে বসন্ত ফুল খোঁপায় গুঁজে আনন্দ পাই মনে নবীন পাতা জেগে উঠে স্বর্গ সুখে হাসে অসীম আকাশ হাত বাড়িয়ে আমায় ডাকে কাছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App