কুড়িগ্রামের উলিপুরে পল্লী বিদ্যুতের মিটার চাইতে গিয়ে দালালের হাতে মারধরের শিকার হলেন একটি অসহায় পরিবারের লোকজন। গুরুত্বর আহত এক গৃহবধু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে, গত মঙ্গলবার (৩ মার্চ) পৌর সভার নারিকেল বাড়ি গাছেরতল নামক এলাকায়। এ ঘটনার প্রতিকার চেয়ে ভূক্তভোগী পরিবারটি উলিপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশি তৎপড়তা লক্ষ্য করা যায়নি। এ অবস্থায় ঐ পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, পৌরসভার নারিকেল বাড়ি গাছেরতল এলাকার তরনী কান্তের পুত্র কালু দীর্ঘদিন ধরে ঐ এলাকায় পল্লী বিদ্যুৎ এর দালালি করে আসছিল। এক ঠিকারদার প্রতিষ্ঠান ঐ গ্রামে বিদ্যুতের লাইন সম্প্রসারণের কাজ শুরু করে। এ সুযোগে কালু ঐ গ্রামের শুকুর উদ্দিনের পুত্র সাইফুল ইসলামসহ শতাধিক লোকের কাছ থেকে দ্রুত বিদ্যুতের সংযোগ দেয়ার কথা বলে জনপ্রতি ৪ থেকে ৫ হাজার করে টাকা হাতিয়ে নেয়। শুধু তাই নয়, কোন কোন পরিবারের কাছে ৮ থেকে ১০ হাজার টাকা নেয়ারও অভিযোগ রয়েছে।
এরই মধ্যে কালু কয়েকজনকে মিটার সংযোগ দিয়েছে। তবে সাইফুল ইসলামের কাছ থেকে ৪ হাজার টাকা নেয়। সংযোগ না পাওয়ায় সে বারবার কালুর কাছে সংযোগ চাচ্ছিল। সে সময় কালু তার কাছে আরো অতিরিক্ত ৫০০ টাকা দাবি করে। দাবীকৃত টাকার মধ্যে ৩০০ টাকা সাইফুল তাকে দিলেও সে সন্তুষ্ট হতে পারেনি।
সাইফুল অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে তার টাকা ফেরত চাইলে কালু সাইফুল ইসলামের শার্টের কলার ধরে কিল ঘুষি মারতে থাকে। এ সময় স্থানীয় লোকজন সাইফুল ইসলামকে উদ্ধার করে। মারধরের খবর পেয়ে সাইফুল ইসলামের স্ত্রী মর্জিনা বেগম, পুত্র মশিউর রহমান, শ্বাশুড়ী গোলেনুর বেগম ঘটনাস্থলে যায়। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে কালুসহ তার পরিবারের লোকজন তাদের উপর আক্রমণ চালায়। এ সময় তারা মর্জিনা বেগম ও গোলেনুর বেগমকে বেধড়ক মারধর করে বিবস্ত্র করে ফেলে। তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় মর্জিনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
স্পর্শকাতর এ ঘটনার প্রতিকার চেয়ে গত বুধবার বিকাল ৫টায় ভূক্তভোগী পরিবারটি লিখিত অভিযোগ উলিপুর থানার ডিউটি অফিসারের দায়িত্বে থাকা এ এস আই সেলিম মিয়ার হাতে দেন।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়জ্জেম হোসেনের সঙ্গে বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল ৪টায় যোগাযোগ করা হলে তিনি জানান, আমি এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে এ এস আই সেলিমকে বলে দেব।
উলিপুর জোনাল অফিসের ডিজিএম নাসির উদ্দিন আহমেদ এ প্রসঙ্গে বলেন, সরকার বিনামূল্যে মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাচ্ছে কিন্ত একশ্রেণির দালাল চক্র টাকা নিয়ে সরকারের সুনাম ক্ষুণ্ন করছে এদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া উচিত ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।