×

জাতীয়

পৃথক অভিযানে রাজধানীতে ৩৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৮

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২০, ০৮:২৪ পিএম

পৃথক অভিযানে রাজধানীতে ৩৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৮
পৃথক ঘটনায় অভিযান চালিয়ে রাজধানী থেকে প্রায় ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সে সময় ৮ জনকে আটক করা হয়। র‌্যাব-২ ও ১০ এর সংশ্লিষ্ট কর্মকর্তারা বুধবার (৪ মার্চ) বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। র‌্যাব-২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানীর কমান্ডার পুলিশ সুপার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, গতকাল মঙ্গলবার (৩ মার্চ) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন মিরপুর সড়কের তেজগাঁও অঞ্চলের উপপুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে চেকপোষ্ট বসানো হয়। ওইদিন রাত ১টার দিকে রিয়াদ শিশির পরিবহণ নামের ঢাকা-রাজশাহী-চাঁপাই রুটের একটি বাস থামার সংকেত দিলে এসে তা থামে। তখন বাসে হেল্পার-সুপারভাইজারসহ ৪ জন ব্যক্তিকে তল্লাশী করে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা হলেন- মো. বাবলু শেখ (৩৫), মো. মোস্তাক (১৬), মো. বাদল হাসান ওরফে রনি (২২), মো. জামাল (৩৫) ও মো. রায়হান সরকার (৩০)। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা জানায়, বাসের ভিতর লাইটের বক্সের উপরের ফাঁপা অংশে বিশেষ কায়দায় ইয়াবা লুকিয়ে এনেছে। তখন সেখানে রাখা খাকি কাগজের উপর লাল ও কালো স্কচটেপ দ্বারা মোড়ানো ১টি প্যাকেট, ৩টি মেডি প্লাস ডিএস টুথপেষ্টের প্যাকেট ও ৫টি সাবানের প্যাকেট থেকে আরো ১৬ হাজারসহ মোট ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এদিকে র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ কাজলা এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ২ নারীসহ মোট ৪জনকে আটক করা হয়। তারা হলেন- মেঘলা আক্তার (২৬), মো. বাচ্চু মিয়া (৪১), পপি (৩৫) ও মো. মতি (৪৩)। সে সময় তাদের কাছ থেকে ১৩ হাজার ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭টি মোবাইল ফোন ও ২টি ভ্যানিটি ব্যাগ জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে কক্সবাজার জেলা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকাসহ এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App