×

শিক্ষা

কর্মী হত্যার প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রলীগের মানববন্ধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২০, ০২:৫৪ পিএম

কর্মী হত্যার প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রলীগের মানববন্ধন

কবি নজরুল কলেজ ছাত্রলীগের বানববন্ধন।

নোয়াখালীর বেগমগঞ্জের আমান উল্যাহপুরে গত রোববার রাতে ছাত্রলীগ কর্মী রাকিবুল ইসলামকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ কবি নজরুল কলেজ শাখা।

বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে এগারোটা দিকে কবি নজরুল গেটের মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কলেজে ছাত্রলীগের কমিটি না থাকায় ইয়াসিন, টুটুল , মারুফ, ইব্রাইম , রিফাত, সাহেদ, ফারুক, রাকিবের নেতৃত্বে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এসময় সাধারণ শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ করে।

এসময় নেতাকর্মীদের মুখে রাকিব ও রাসেলের খুনিদের বিচার চেয়ে নানান স্লোগান দিতে থাকেন। হত্যায় দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

এ সময় ছাত্রলীগ কর্মীরা- আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না, হৈ হৈ রৈ রৈ, জামাত শিবির গেলি কৈ ইত্যাদি স্লোগান দেয়। মিছিল থেকে দুটি ঘটনারই তীব্র নিন্দা ও খুনিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানোর পাশাপাশি জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিও জানানো হয়।

উল্লেখ্য, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ছাত্রশিবিরের সশস্ত্র হামলায় আহত ছাত্রলীগ নেতা রাবিকুল ইসলাম সোমবার (২ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই দিন খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান ওরফে রাসেলকে পিটিয়ে হত্যা করা হয়। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় এই ঘটনা ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App