×

আন্তর্জাতিক

করোনা ঠেকাতে ১২০০ কোটি ডলার সহায়তা

Icon

nakib

প্রকাশ: ০৪ মার্চ ২০২০, ১২:৪৭ পিএম

করোনা ঠেকাতে ১২০০ কোটি ডলার সহায়তা

বিশ্বব্যাংক। ফাইল ছবি

করোনা ঠেকাতে ১২০০ কোটি ডলার সহায়তা

ফাইল ছবি।

করোনা ভাইরাসের বিস্তার মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে এক হাজার দুইশ কোটি ডলার জরুরি সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। এ সহায়তার মধ্যে রয়েছে সীমিত সুদে ঋণ, অনুদান ও প্রযুক্তিগত সহায়তা।

করোনার প্রভাব এসব দেশগুলোকে অর্থনৈতিকভাবে পিছিয়ে দিতে পারার শংকার মধ্যেই এ ধরনের সহায়তার ঘোষণা দেয়া হলো। মহামারি মোকাবেলায় দেশগুলো যাতে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারে এবং প্রাইভেট সেক্টর যেন তাদের আর্থিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে সে জন্য এ পদক্ষেপ নেয়া হচ্ছে।

সংস্থাটি জানায় সহায়তা প্রদানের ক্ষেত্রে দরিদ্র দেশগুলোকে সবার আগে প্রধান্য দেয়া হবে। তাছাড়া সেসব দেশে করোনার ঝুঁকি বেশি তাদেরও অগ্রাধিকার দেয়া হবে।

ইতোমধ্যে মরণঘাতী করোনা ভাইরাসে সারাবিশ্বে ৯২ হাজার মানুষ আক্রান্ত হয়েছে এবং তিন হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। বিশ্বের  ৭৮ টি দেশে ছড়িয়ে পড়া ভাইরাসটি দ্রুত নতুন নতুন দেশে ছড়িয়ে পড়ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App