×

জাতীয়

করোনায় ৩ দেশের ভিসা সুবিধা বাতিল

Icon

nakib

প্রকাশ: ০৪ মার্চ ২০২০, ০৩:৩৭ পিএম

করোনা ভাইরাস প্রতিরোধে তিন দেশের অন অ্যারাইভাল ভিসা সুবিধা বাতিল করেছে বাংলাদেশ। দেশগুলো হলো- জাপান, দক্ষিণ কোরিয়া ও ইতালি। এই তিন দেশ থেকে কেউ আসতে চাইলে সেখানে থাকা বাংলাদেশের দূতাবাসে ভিসা আবেদন করেই আসতে হবে। আবেদনের সময় তারা যে করোনা মুক্ত বা কয়ারেন্টাইনে ছিল সেই বিষয়টি দাখিল করে ভিসা আবেদন করতে হবে।

বুধবার (৪ মার্চ) প্রতিষ্ঠানের মিলনায়তনে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

আইইডিসিআর পরিচালক বলেন, ইতালিতে এক বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে আমারা নিশ্চিত হয়েছি। আক্রান্তের ধরণ গুরুতর না হওয়ায় ওই ব্যক্তিকে তারই বাসায় কোয়ারেন্টেনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রয়োজনে হাসপাতালে স্থানান্তর করা হবে। আইইডিসিআর এ পর্যন্ত ১০২ জনের নমুনা সংগ্রহ করেছে। এখনো আরো ৪ জন পর্যবেক্ষণে আছেন। তবে এদের কারোর মধ্যেই করোনা সংক্রমণ পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App