×

আন্তর্জাতিক

ইরানে করোনা ঠেকাতে ৫৪ হাজার বন্দিকে মুক্তি

Icon

nakib

প্রকাশ: ০৪ মার্চ ২০২০, ১১:৫২ এএম

ইরানে করোনা ঠেকাতে ৫৪ হাজার বন্দিকে মুক্তি

ইরানে করোনা সতর্কতা

ইরানে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে জেলখানায় বন্দি থাকা ৫৪ হাজার আসামিকে সাময়িকভাবে মুক্তি দিয়েছে দেশটির বিচার বিভাগ। বিচার বিভাগের মুখপাত্র গোলাম ইসমাইল জানান করোনা পরিক্ষা করার পর সাময়িক জামিনে বন্দিদের ছেড়ে দেয়া হচ্ছে। তবে ৫ বছরের বেশি সাজা প্রাপ্তদের মুক্ত করা হচ্ছে না।

মঙ্গলবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানায় দেশটিতে প্রায় ২ হাজার ৩৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে দেশটির আনেক উর্ধ্বতন সরকারি কর্মকর্তাও আক্রান্ত হয়েছেন। সর্বশেষ জরুরী মেডিক্যাল সেবার প্রধান পির হোসেন কলিভান্দ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানানো হয়েছে।

এর আগে দেশটির ২৯০ জন সংসদ সদস্যের মধ্য থেকে ২৩ জন সাংসদ মরণঘাতি এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানানো হয়েছিল। উল্লেখ্য, এক অনুষ্ঠানে দেশটির জনগণকে স্বাস্থ্য সতর্কতা অনুসরণের আহ্বান জানান দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App