×

জাতীয়

করোনা আশংকায় আইসোলেশনে ভর্তি ৫

Icon

nakib

প্রকাশ: ০৩ মার্চ ২০২০, ০৬:১০ পিএম

করোনা আশংকায় আইসোলেশনে ভর্তি ৫

করোনা আতংক

বাংলাদেশে এখনো পর্যন্ত করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তবে প্রাণঘাতি এই ভাইরাস প্রতিরোধে ইতোমধ্যেই নেয়া হয়েছে সব ধরণের প্রস্তুতি। জরুরি প্রয়োজনে এই ভাইরাস আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে রাজধানীর সব বেসরকারি হাসপাতালে আইসোলেশন ইউনিট চালুর নির্দেশনা দেয়া হয়েছে। মঙ্গলবার প্রতিষ্ঠানের মিলনায়তনে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আইইডিসিআর পরিচালক বলেন, হাসপাতালগুলোয় এ ব্যাপারে ইতোমধ্যেই চিঠি পাঠানো হয়েছে। যদি কেউ সন্দেহভাজন রোগী থাকেন, তাদের নমুনা সংগ্রহের পর যেনো পরীক্ষা করা হয়। যদি ওই রোগী পজেটিভ হন, যদি তাকে অন্য হাসপাতালে যেতে হয়, তাহলে রোগটি ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এছাড়া বিদেশ থেকে আসা যাত্রীদের অনেকেই বেসরকারি হাসপাতালকে পছন্দের তালিকায় রাখতে পারেন। করোনা আতঙ্কের কারণে পাঁচ জন আইসোলেশন ইউনিটে ভর্তি আছেন। তাদের সবার শারীরিক অবস্থাই ভালো। অতিরিক্ত সতর্কতা হিসেবে তাদের আইসোলেশনে রাখা হয়েছে। তিনি বলেন, এ পর্যন্ত ৯৬ জনের নমুনা পরীক্ষা করে কারও শরীরে এই রোগের জীবাণু পাওয়া যায়নি। যাদের নমুনা পরীক্ষা করা হয়েছে, তাদের বেশিরভাগই বাংলাদেশি। তারা বিভিন্ন দেশ থেকে এসেছেন, তবে চীন ফেরত বেশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App