×

জাতীয়

আধিপত্য বিস্তারে জাদিমোড়া পাহাড়ে গুলি বর্ষণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২০, ০৬:৪৩ পিএম

আধিপত্য বিস্তারে জাদিমোড়া পাহাড়ে গুলি বর্ষণ

টেকনাফ উপজেলার জাদিমোড়া পাহাড়

কক্সবাজারের টেকনাফ উপজেলার জাদিমোড়া রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিম পাহাড়ে আধিপত্য জানান দিতে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধের একদিন পরে জকির ডাকাত ও তার দলবল এ গুলি বর্ষণের ঘটনা ঘটায়। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ক্যাম্প ২৬ ও ২৭ মাঝখানে পাহাড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। রোহিঙ্গারা জানায়, মঙ্গলবার বেলা ১ টার দিকে একটি অস্ত্রধারী দল রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিম পাহাড়ে অবস্থান নেয়। পরে সেখান থেকে নেমে র‌্যাবের সঙ্গে গোলাগুলির ঘটনাস্থলে এসে বেশ কিছু গুলিবর্ষণ করে। এ সময় আশপাশের লোকজন ভয়ে ঘরের ভেতরে ঢুকে পরে। এতে পুরো ক্যাম্পে আতঙ্ক ছড়িয়ে পরে। ক্যাম্পের কিছু খারাপ লোকজন তাদের সোর্স হিসেবে কাজ করছেন বলে জানিয়েছে ওই দুই ক্যাম্পের বাসিন্দা। এর ফলে ক্যাম্পে বসবাসকারী ও কতিপয় এনজিও চলাচল সীমিত করে দিয়েছে। রোহিঙ্গারা জানান, দুপুর জাদিমোড়া ও শালবাগান ক্যাম্পের পশ্চিম পাহাড়ে রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসী জকির বাহিনীর লোকজন আকস্মিক প্রায় ২০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে আতংক সৃষ্টি করে। এই ফাঁকা গুলিবর্ষণের খবর পেয়ে ক্যাম্পে নিয়োজিত নিরাপত্তা বাহিনীর সদস্য এবং আইন-শৃংখলা রক্ষী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করলে দূস্কৃতকারীরা পালিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয় বলে জানান টেকনাফ সিপিসি-১ ক্যাম্পের ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহাতাব। তিনি আরো বলেন ‘জকির ডাকাতসহ একটি দল পাহাড়ে গুলি বর্ষণের খবর রোহিঙ্গাদের কাছে শুনেছি। ডাকাতদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাবহ রয়েছে। এরই প্রেক্ষিতে সাদা পোশাকেসহ র‌্যাবের টহল নিয়োজিত রয়েছে। যে কোন মূল্য দূষ্কৃতকারীদের মূলোৎপাটন করা হবে। ২৭ নম্বর রোহিঙ্গা শিবিরের বাসিন্দা মো. মোস্তফা ও মো. ইসমাইলন জানান, দুপুরে বেশ কিছু গুলির শব্দ শুনে তারা আতঙ্কে রয়েছে। পাহাড়ের পাশের রোহিঙ্গারা তাদের চলাচল সীমিত করে দিয়েছে। গতকাল থেকে অদ্যাবধি কতিপয় এনজিওর কার্যক্রম সীমিত রয়েছে বলেও জানা গেছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কুখ্যাত ডাকাত জকির গ্রুপ ও তার দলকে নস্যাৎ করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App