×

পুরনো খবর

স্পিকারের দিল্লী সফর পুন:নির্ধারণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২০, ০২:০২ পিএম

মুজিব বর্ষের বিভিন্ন অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকার কারণে আজ সোমবার ২ মার্চ থেকে ৫ মার্চ ভারত সফর বাতিল করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ভারতের লোকসভা ও রাজ্যসভার স্পিকারবৃন্দের আমন্ত্রণে স্পিকারের ২ থে‌কে ৫ মার্চ ভারত সফরের কথা ছিল।

আগামী ১৭ মার্চ আসন্ন মুজিববর্ষ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দিল্লী সফর পুনঃনির্ধারণ করেছেন বলে সংসদ সচিবালয় সূত্রে আজ জানানো হয়েছে।

পরবর্তীতে, ২২-২৩ মার্চ অনুষ্ঠিতব্য বাংলাদেশ জাতীয় সংসদের বিশেষ অধিবেশনসহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন ও সমন্বয় সুনিশ্চিৎকরণের দায়িত্বে থাকায় স্পিকার এ মুহূর্তে দেশের বাইরে অবস্থান করতে পারছেন না।

এ প্রেক্ষাপটে মুজিববর্ষের মার্চের অনুষ্ঠানমালার সমাপনের পর সফরসূচী পুনঃনির্ধারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পর‌বর্তী তা‌রিখ জানান‌ো হব‌ে বলে সংসদ সচিবালয় সূত্রে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App