×

জাতীয়

সাগর-রুনী হত্যা মামলার রিপোর্ট হাইকোর্টে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২০, ০৬:৫৫ পিএম

সাগর-রুনী হত্যা মামলার রিপোর্ট হাইকোর্টে

সাগর-রুনী

আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার সর্বশেষ প্রতিবেদন হাইকোর্টে দাখিল করেছে র‍্যাব। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সাগরের স্ত্রী রুনির টি-শার্টে দুই পুরুষের ডিএনএ পাওয়া গেছে। সোমবার (২ মার্চ) বিকালে হাইকোর্টে এ প্রতিবেদন দেয় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। এটা র‌্যাবের সর্বশেষ তদন্ত প্রতিবেদন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

ওই বছরের ১২ ফেব্রুয়ারি রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। প্রথমে মামলাটির তদন্ত করেন শেরেবাংলা নগর থানার একজন কর্মকর্তা। ১৬ ফেব্রুয়ারি মামলার তদন্ত ভার পড়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরের পুলিশ পরিদর্শক মো. রবিউল আলমের ওপর।

দুই মাস পর হাইকোর্টের আদেশে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App