×

সারাদেশ

বরিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৯ দোকান ভস্মীভূত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২০, ০৮:৪৩ পিএম

বরিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৯ দোকান ভস্মীভূত

বরিশাল-ঢাকা মহাসড়ক সংলগ্ন বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৯টি দোকান ভস্মীভূত হয়েছে। আগুন নেভাতে গিয়ে এ সময় অন্তত ৭জন আহত হয়েছে। অগ্নিকাণ্ডের ফলে প্রায় দুই ঘন্টা মহাসড়কে যান বাহন চলাচল বন্ধ থাকে। এতে বরিশাল-ঢাকা মহাসড়ক ও গৌরনদী-গোপালগঞ্জ ভায়া আগৈলঝাড়া, পয়সারহাট আঞ্চলিক সড়কে প্রায় তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। মহাসড়ক ও আঞ্চললিক সড়ক মিলে দুটি সড়কের উভয় দিকে শতশত যান বাহনসহ অর্ধ শতাধীক যাত্রীবাহী নাইট কোচ আটকা পড়ে। ফলে হাজার কোচ বাসের যাত্রীদেরকে এ সময় চরম দুর্ভোগ পোহাতে হয়।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্ধারা জানান, রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গৌরনদী বাসষ্ট্যান্ডের নিজাম সরদারের চায়ের দোকান থেকে হটাৎ অগ্নিকান্ড শুরু হয়। মুহুর্তের মধ্যে দাউ করে আগুনের লেলিহান শিখা ৫০/৬০ ফুট উচ্চতায় উঠে চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে ২৬টি দোকান সম্পূর্ণ ও ১৩টি দোকান আংশিক পুড়ে গিয়ে ব্যবসায়ীদের প্রায় ২ কোটি টাকার সম্পদ ধ্বংস হয়েছে।

গৌরনদী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবদুস সালাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রোববার দিনগত রাত সাড়ে ৩টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ডের নিজাম সরদারের চায়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এ আগুনের সূত্রপাত ঘটেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে গৌরনদী, উজিরপুর, বাবুগঞ্জ, বরিশাল (দক্ষিণ) এর ফায়ার সার্ভিস স্টেশনের ৪টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগীতায় প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এরই মধ্যে ভয়াবহ এ অগ্নিকান্ড মেসার্স স্বাধীন স্টোর নামের রিকসা সাইকেল ও মেশিনারী পার্টসের গোডাউন, সোহেল টেডার্স নামের টিভি-ফ্রিজের দোকান, শহিদুল স্টোর রিকসা সাইকেল ও মেশিনারী পার্টসের দোকান, সরদার ইলেকট্রিক নামের বৈদ্যুতিক মালামালের দোকান, কমলেশ ডিজিটাল স্টুডিও, মনো হেয়ার কার্টিং নামের সেলুন, হাবিব স্টোর নামের মুদি-মনোহরী দোকান, নান্নু হোটেল নামে ২টি খাবার হোটেলের ঘর, সারদিয়া টেলিকম নামের মোবাইল সামগ্রীর দোকান, বর্ষা কনফেকশনারী নামের বেকারী সামগ্রী ও ফল-মুলের দোকান, জালাল ভ্যারাইটিস স্টোর নামের ফাষ্ট ফুডের দোকান, হাজী বিরিয়ানী নামের খাবার হোটেল, বি আলম স্টোর নামের মুদি দোকান, আরিফ টেলিকম নামের মোবাইল সামগ্রীর দোকান, জয়গুরু মিস্টান্ন ভান্ডার নামের দই মিষ্টির দোকান, গৌরনদী অটোটেম্পো ও মাহিদ্রা শ্রমিক ইউনিয়নের অফিস ঘর, জাকির ডিজিটাল জোনের প্রেস সেকশনের মেশিনারীসহ শোরুম, ফিরোজ মেকারের টিভি ফ্রিজ মেড়ামতের দোকান, নিজামের চায়ের দোকান, বিসমিল্লাহ হার্ডওয়ার এর মালামালের দুটি গোডাউনের একটি, চোকদার ভ্যারাইটিস নামের ষ্টেশনারি ও কসমেটিকের দোকান, ফরিদ টেলিকম নামের মোবাইল সামগ্রীর দোকান, মন্টু টেলিকম নামের মোবাইল সামগ্রীর দোকান, আমার ফোন নাদের মোবাইল সামগ্রীর দোকান, হাসান ইলেকটিকের গোডাইন, খুসবু ইলেকট্রনিক্সের গোডাউন, খান ট্রেডার্স নামের ইলেকট্রিক মালামালের গোডাউন, আকিব ইলেকট্রিক নামের ইলেকটিক মালামালের গোডাউন, রুস্তুম মিয়ার মুদি দোকান, সুমন গার্মেন্টস নামের পোষাকের দোকানের গোডাউন, মিন্টু ইলেকট্রিকের গোডাউনসহ ২৬টি দোকান সম্পূর্ণ ভস্মিভ‚ত হয়েছে। এ ছাড়া আমার ফোন এর মোবাইল সামগ্রীর দোকানসহ কম্পিউটার ট্রেনিং সেন্টার, ফরিদ মিয়ার বিসমিল্লাহ হার্ডওয়ারের ১টি গোডাউন, আকিব ইলেকট্রিক এর শো-রুম, মনির মেকারের ইলেকট্রনিক্স সামগ্রীর খুচরা যন্ত্রাংশ, মাস্টার ইলেকট্রনিক্স, এনআরবিসি কর্মাশিয়াল ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার অফিস ও কেবল টিভির একটি কন্টোল রুমসহ ১৩টি দোকান আংশিক ভস্মীভূত হয়েছে। আগুন নেভাতে গিয়ে স্থানীয় ব্যবসায়ী সোহেল খান, রাসেল খান, সঞ্জয় কুমার পাল, আরিফ হোসেন, মোঃ খলিল মেকার, স্বাধীন খান, মনির মেকার আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

অগ্নিকাণ্ডের প্রায় ১৫ মিনিটের মধ্যে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের একটি টীম ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করার সঙ্গে সঙ্গে স্টেশনের পাম্প মেশিনটি বিকল হয়ে পড়ে। এর প্রায় দেড় ঘণ্টা পর পার্শ্বূবর্তি উজিরপুর, বাবুগঞ্জ, বরিশাল (দক্ষিন) থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে চেষ্টা প্রায় সাড়ে তিন ঘন্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পাম্প নষ্ট হয়ে হওয়ার ফলে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের অসহায় অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় ব্যবসায়ীরা। অপর দিকে পার্শ্ববর্তি দুটি ফায়ার সার্ভিস ষ্টেশনের গাড়ী ও জেলা সদরের গাড়ী মিলে ৩টি গাড়ি আসতে বেশি দেড়ি করায় ক্ষয়ক্ষতির পরিমান এত বেশি ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App