×

জাতীয়

মনে হল আমি ঘরে ফিরলাম: শ্রিংলা

Icon

nakib

প্রকাশ: ০২ মার্চ ২০২০, ১১:৩৫ এএম

মনে হল আমি ঘরে ফিরলাম: শ্রিংলা
মনে হল আমি ঘরে ফিরলাম: শ্রিংলা

ঢাকায় একটি সেমিনারে কথা বলছেল হর্ষ বর্ধন শ্রিংলা

যখন আমি ঢাকায় নামলাম তখন মনে হল আমি ঘরে ফিরলাম। এখানে এসে আমি আমার অনেক বন্ধুর সঙ্গে দেখা হওয়ায় আনন্দিত হয়েছি বলেন বাংলাদেশে সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। সোমবার (২মার্চ) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং ভারতীয় হাইকমিশন আয়োজিত ‘বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া: এ প্রমিজিং ফিউচার’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন। এতে হর্ষ বর্ধন শ্রিংলা মূল প্রবন্ধ পাঠ করেন। এ সময় তিনি বলেন বঙ্গবন্ধু আমাদেরও বীর। প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশকে প্রথমে স্থান দেয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতকে যুক্ত করায় আমরা আনন্দিত। আমরা একই সংস্কৃতি ও মাটিতে বেড়ে উঠেছি। বাংলার মাটি বাংলার জল আমাদের সমৃদ্ধ করেছে। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সফল ও শান্তিপূর্ণ দেখতে ভারত সকল সহযোগিতা করবে। দক্ষিণ এশিয়ার শক্তি হিসেবে বাংলাদেশ অলৌকিকভাবে গড়ে উঠছে। দুই দেশই সীমান্ত ও সমুদ্রসীমার সমাধান করেছে। বাংলাদেশ সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী। বাংলাদেশের অবকাঠামো উন্নত করা ভারতের অন্যতম লক্ষ্য। ভারতে সবচেয়ে বেশী পর্যটক যায় বাংলাদেশ থেকে।  দুই দেশে নদীর পানির হিস্যা বন্টনের জন্য ভারত সর্বাত্মক কাজ করবে। আমরা ইতিমধ্যে এ নিয়ে দুই দেশ অনেক কাজ করে যাচ্ছি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভী। এতে বক্তব্য রাখেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার  রীভা গাঙ্গুলী দাশ। বিআইআইএসএস এর চেয়ারম্যান রাষ্ট্রদূত এম ফজলুল করিম সেমিনারের সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএস এর পরিচালক কর্নেল শেখ মাসুদ আহমেদ। ১০ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলােদেশ।   এক প্রশ্নের উত্তরে বলেন,যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের স্বসম্মানে নিজ দেশে ফিরে যেতে ভারত সহযোগীতা করতে প্রতিশ্রুতবদ্ধ। ভারত চায় রোহিঙ্গা নিজ দেশে নিরাপদে প্রত্যাবাসন করুক। সীমান্ত হত্যা দুই দেশের মধ্যে এসে যায়। এটি সংকট সৃষ্টি করে কারণ অপরাধমূলক কাজ ঘটে থাকে। দুই দেশের নিরাপত্তা কর্মী  সীমান্তে কোনো মৃত্যু কাম্য নয়। আমরা চাই সীমান্তে যেন একজনও মারা না যায়। অপরাধ কোনো সীমান্ত মানে না। অপরাধীরা ভারতের নিরাপত্তা বাহিনীকেও আক্রমণ করেছে। সীমান্তে তাঁরকাটা দেওয়ার সঙ্গে সঙ্গে যৌথ পর্যবেক্ষণ করার ওপর জোর দেওয়া হবে। এনআরসি নিয়ে প্রশ্নের জবাবে বলেন, এনআরসি শুধু আসামে হয়েছে। এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এর ফলে বাংলাদেশে কোনোও প্রভাব পড়বে না। তাছাড়া এটি সরকারে বিষয় নয়। এটি ভারতের উচ্চ আদালতের নির্দেশে করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৭ মার্চ ঢাকায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেই সফর চূড়ান্ত করতেই ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

ঢাকা সফরকালে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন শ্রিংলা। তিনি একই দিনে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও বৈঠক করবেন।

সফর শেষে আগামী মঙ্গলবার (০৩ মার্চ) শ্রিংলা ঢাকা ত্যাগ করবেন। শ্রিংলার সফরে দুই দেশের মধ্যে কানেক্টিভিটি নিয়ে দুইটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকায় দেশটির হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি গত বছর জানুয়ারিতে ঢাকার দায়িত্ব পালন শেষে যুক্তরাষ্ট্রে হাইকমিশনার হিসেবে যোগ দেন। সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে নিযুক্ত হন শ্রিংলা। ভারতের পররাষ্ট্র সচিব নিযুক্ত হওয়ার পর এটিই তার প্রথম বাংলাদেশ সফর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App