বার্সেলোনাকে ২-০ গোলে হারিয়ে লা লিগায় ফের শীর্ষস্থান দখল করেছে রিয়াল মাদ্রিদ। আজ সোমবার নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এই জয় তুলে নেয় জিদানের শিষ্যরা। ম্যাচটিতে রিয়ালের হয়ে গোল করেন ভিনসিয়াস জুনিয়র ও মারিয়ানো দিয়াজ গোল করেন।
লা লিগায় এখন পর্যন্ত ২৬ ম্যাচ খেলে ১৬টি ম্যাচে জয়, ৮টি ম্যাচ ড্র ও ২টি ম্যাচ হেরে ৫৬ পয়েন্ট সংগ্রহ করেছে রিয়াল। অন্যদিকে বার্সেলোনা ২৬ ম্যাচ খেলে ১৭টিতে জয়, ৪টি ড্র ৫টি ম্যাচ হেরে ৫৫ পয়েন্ট সংগ্রহ করেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।