×

সারাদেশ

শিক্ষা সফর শেষে বাড়ি ফেরা হলো না পাঁচ শিক্ষার্থীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২০, ০৯:৪৪ এএম

শিক্ষা সফর শেষে বাড়ি ফেরা হলো না পাঁচ শিক্ষার্থীর

দুর্ঘটনার আগে শিক্ষা সফরের সময় তোলা সেলফি। ছবি: সংগৃহীত।

শিক্ষা সফর শেষে বাড়ি ফেরা হলো না পাঁচ শিক্ষার্থীর

প্রতীকী ছবি।

নেত্রকোনার শ্যামগঞ্জের বিরিশিরি সড়কে বালুবাহী ট্রাকের ধাক্কায় পাঁচ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন। শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে বিরিশিরি সড়কের দুর্গাপুর কালামার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ময়মনসিংহের গৌরীপুর এলাকার হাজি আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪৫ জন শিক্ষার্থী ও শিক্ষকরা দুটি পিকাপ ভ্যানে করে বিরিশিরি এলাকায় শিক্ষা সফর শেষে ফিরছিলেন। এ সময় বিরিশিরি সড়কের দুর্গাপুর কালামার্কেট এলাকায় আসলে একটি বালুবাহী ট্রাক পিকাপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

[caption id="attachment_205860" align="aligncenter" width="700"] দুর্ঘটনার আগে শিক্ষা সফরের সময় তোলা সেলফি। ছবি: সংগৃহীত।[/caption]

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত পাঁচজনের মরদেহ উদ্ধার করে জারিয়া এলাকায় রাখা হয়েছে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এ ঘটনায় নিহতদের পরিচয় এখনও জানা যায়

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App