×

সারাদেশ

রাজৈরে জাতীয় বীমা দিবস পালিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২০, ০১:২২ পিএম

রাজৈরে জাতীয় বীমা দিবস পালিত
বীমা দিবসের শফথ করি, উন্নত দেশ গড়ি এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রোববার (১ মার্চ সকালে ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুর সদর সহ জেলার চারটি উপজেলায় জাতীয় বীমা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাজৈর উপজেলা প্রশাসন ব্যাপক কর্মসূচির আয়োজন করে। আয়োজিত কর্মসূচি’র মধ্যে ছিল বর্নাঢ্য র‌্যালী, শোভা যাত্রা,রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভা। অনুষ্ঠানের শুরুতে রাজৈর উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়। ব্যান্ড পার্টির বাদ্য’র তালে তালে র‌্যালীটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় আছমত আলী খান মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথী ছিলেন রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ মোতালেব মিয়া, বিশেষ অতিথী ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল ও সেলিনা আক্তার। রাজৈর উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিনের সভাপিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন পপুলাই লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর অতিরিক্ত প্রকল্প পরিচালক ইনচার্জ আবুল কালাম আজাদ। এসময় অন্যান্য’র মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় কদমবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারমান বাবু বিধান চন্দ্র বিশ্বাস,ফারিস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের স্থানীয় সমন্বয়ক আকরামুজ্জামান, ডেল্টা লাইফের জোনাল ম্যানেজার গোলাম মস্তফা, শিলা আক্তার, রাকিবুল হাসান প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App