×

জাতীয়

ফেব্রুয়ারিতে ৭৫ কোটি টাকার চোরাই পণ্য-মাদক জব্দ

Icon

nakib

প্রকাশ: ০১ মার্চ ২০২০, ০৩:২১ পিএম

ফেব্রুয়ারিতে ৭৫ কোটি টাকার চোরাই পণ্য-মাদক জব্দ

বিজিবির হাতে জব্দ হওয়া মাদক। ফাইল ছবি।

দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে গত ফেব্রুয়ারি মাসে অভিযান চালিয়ে ৭৫ কোটি ১৮ লক্ষ ৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৫,৮৯,৫৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০,৪৯৪ বোতল ফেনসিডিল, ১০,৪৭১ বোতল বিদেশী মদ, ৭৮৮ লিটার বাংলা মদ, ৯৮৬ ক্যান বিয়ার, ৮৫৭ কেজি গাঁজা, ১ কেজি ২৭ গ্রাম হেরোইন, ১,০৭৩টি ইনজেকশন, ৮,৪৩,৯৮৭ টি অন্যান্য ট্যাবলেট এবং ৯৮৪টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট। জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৬ কেজি ১৪ গ্রাম স্বর্ণ, ১০১ কেজি ৭৫ গ্রাম রুপা, ৪,৯৩২টি ইমিটেশন গহনা, ১,৩৬,৮৮৪টি কসমেটিক্স সামগ্রী, ৯৬৫টি শাড়ি, ৯৬৪টি থ্রিপিস/শার্টপিস, ১,০০২টি তৈরী পোশাক, ৩৪২ মিটার থান কাপড়, ৯,১৮২ ঘনফুট কাঠ, ২,৫৯৬ কেজি চা পাতা, ১১টি ট্রাক, ৪টি পিকআপ, ৩০টি সিএনজি/ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ৭৬টি মোটর সাইকেল। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল, ১টি বন্দুক, ৪টি বিভিন্ন প্রকার গান এবং ৬ রাউণ্ড গুলি। এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩০৩ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৫৪ জন বাংলাদেশী নাগরিক ও ৭৩ জন ভারতীয় নাগরিককে আটকের পর ৭ জনকে থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ৬৬ জনকে ভারতে ফেরত প্রদান করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App