×

বিনোদন

‘প্রস্থান-২’ নিয়ে ‘শহরতলী’র মিউজিক ভিডিও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২০, ০৫:২১ পিএম

‘প্রস্থান-২’ নিয়ে ‘শহরতলী’র মিউজিক ভিডিও

প্রায় দশ বছর আগে প্রকাশ হয়েছিল থিয়েট্রিকাল রক ব্যান্ড ‘শহরতলী’র প্রথম অ্যালবাম ‘বরাবর শহরতলী’। ওই অ্যালবামের ‘প্রস্থান’ গানটির সিক্যুয়েল ‘প্রস্থান-২ (বিষাদসিন্ধু)’ নিয়ে নিজস্ব ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিও প্রকাশ করেছে ব্যান্ডটি। ভিডিওটি নির্মাণ করেছেন আফজাল হোসেন মুন্না। গানটি প্রসঙ্গে বেজিস্ট রাজিবুর রহমান বলেন, ‘সাধারণত দেশের বাইরে আমাদের শ্রমজীবী ভাইদের নিয়ে গানটি লেখা। তাদের নতুন বিবাহিত জীবনে যে রকম ট্র্যাজেডি হয়, যেমন ভালোবাসার মানুষটিকে দেশে রেখে যাওয়া; কবে সে দেশে ফিরতে পারবে তা নিয়ে অনিশ্চয়তা, হাহাকার।’

গানটি লিখেছেন তপন মাহমুদ। নিজের প্রবাসজীবনের অভিজ্ঞতা থেকেই এই গানের রচনা। সুর করেছেন ব্যান্ডের ভোকালিস্ট মিশু খান। ‘প্রস্থান’ থেকে ‘প্রস্থান-২’ নিয়ে তিনি বলেন, ‘প্রস্থান গানটা অনেকেরই খুব পছন্দের গান। দুইজনের গল্প যেখানে ছেলেটাকে ছেড়ে মেয়েটা চলে যায়। পরবর্তীতে হয়তো মেয়েটা ফিরে আসে, বিয়েও হয়। কিন্তু তবুও কি একসাথে থাকার সৌভাগ্য তাদের মেলে?’

ব্যান্ডটির লাইনআপে আছেন মিশু খান (ভোকাল ও অ্যাকুয়েস্টিক গিটার), জিল্লুর রহমান সোহাগ (পারফর্মিং ভোকাল), মোস্তফা জামান সুমন (লিড গিটার), খালেদ বাশার অতনু (কি-বোর্ড), ইসনাত জাবির আহমেদ (ড্রামস) ও রাজিবুর রহমান (বেজ গিটার)। এখন পর্যন্ত শহরতলীর অ্যালবাম প্রকাশিত হয়েছে দুটি। প্রথম অ্যালবাম ‘বরাবর শহরতলী’ (২০১০) এবং দ্বিতীয়টি ‘অপর পৃষ্ঠা দ্রষ্টব্য’ (২০১৩)। এছাড়া শহরতলীর ৩য় অ্যালবাম ‘এখন, এখানে...’ এ বছরের শেষ দিকে আসতে পারে বলে জানান রাজিবুর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App