×

খেলা

জিম্বাবুয়ের বোলিংয়ে টাইগারদের ব্যাটিং দাপট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২০, ০৩:০২ পিএম

জিম্বাবুয়ের বোলিংয়ে টাইগারদের ব্যাটিং দাপট

লিটন দাস

দুরন্তভাবে জিম্বাবুয়ের বোলারদের বিরুদ্ধে ব্যাটিংয়ের দাপট খাটাচ্ছে টাইগাররা। দুপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মাশরাফি। শুরু থেকেই ছন্দময় গতিতে খেলতে থাকে বাংলাদেশ। কিন্তু দলিয় ৬০ রানের মাথায় ছন্দ থেকে বিচ্ছিন্ন হয়ে হন তামিম। ৪৩ বল মোকাবিলা করে ২৪ রানে এলবিডব্লিউ হয়ে সাজ ঘরের পথ ধরেন তামিম ইকবাল।

পরে লিটনের সঙ্গি হয়ে সঙ্গ দিতে আসেন শান্ত। ফলে রানের চাকা খানিকটা গতি ফিরে পায়। লিটন-শান্তের ব্যাটে জুটি হয় ৮০ রানের। দলিয় ১৪০ রানের মাথায় শান্তও আর বেশিক্ষণ লিটনকে সঙ্গ দিতে পারেনি।  এলবিডব্লিউ হয়ে ৩৮ বলে ২৯ রান করে ফিরে যান তিনি। মুশফিক (১৯) এসে করতে পারেননি কিছুই।

শেষ খবর পর্যন্ত বাংরাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৩৬ ওভারে ১৯৮ রান। ১১৯ রানে লিটন দাস ও ১ রানে মাহমুদুল্লাহ  ক্রিসে রয়েছেন।

বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: ক্রেগ আরভিন, টিনেশে কামুনহুকামাওয়ে, চামু চিভাভা (অধিনায়ক), ব্র্যান্ডন টেইলর , রিচমন্ড মুতুম্বামি, সিকান্দার রাজা, ক্রিস এমপোফু, শেন উইলিয়ামস, টিমেসেন মারুমা, টিনোটেন্দা মুতোম্বোজি, কার্ল মাম্বা, ডোনাল্ড ট্রিপানো, ওয়েসলি মাদহেভেরে, এইন্সলে এনলোভো, শার্লটন টিশুমা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App