করোনা ভাররাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রথমবারের মতো কোন রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটি। অন্যদিকে অস্ট্রলিয়ার পার্থেও করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। গত মাসে জাপানে ডায়মন্ড প্রিন্সেস প্রমোদতরী থেকে অস্ট্রেলিয়ার এ রোগী করোনায় আক্রান্ত হয় বলে জানানো হয়।
আমেরিকায় আরো কয়েকজন আক্রান্ত হয়েছে বলে ইঙ্গিত দিয়ে ভাইরাসটি মোকাবেলায় সবধরণের প্রস্তুতি আছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার থাইল্যান্ডও প্রথমবারের মতো করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুর সংবাদ জানায়।
সারা বিশ্বের ৫৭টি দেশে ছড়িয়ে পরা এ মরণঘাতি ভাইরাসে এ পর্যন্ত ৮৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং প্রাণহানি ঘটেছে প্রায় ৩ হাজার মানুষের।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।