×

রাজনীতি

বিদ্যুৎ-পানির মূল্যবৃদ্ধিতে জনগণের ভোগান্তি হবে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৪৫ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদ্যুৎ ও পানির সামান্য মূল্যবৃদ্ধি হয়েছে। এতে জনগণের ভোগান্তি হবে না। উৎপাদনের খরচ সমন্বয়ের জন্য এই মূল্য বৃদ্ধি করা হয়েছে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিদ্যুতের পাশাপাশি সরকার পানিতেও ভর্তুকি দিচ্ছে। মুজিববর্ষে আমরা শতভাগ বিদ্যুতের ব্যবহার নিশ্চিত করতে চাই। বিদ্যুৎ ও পানির সরবরাহ নিশ্চিত করতেই সমান্য এই মূল্য বৃদ্ধি করা হয়েছে। গরমের মৌসুম আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা করতে চাই।

তিনি বলেন, শুধু পাপিয়াই নয়- অপকর্ম, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের সঙ্গে যারাই জড়িত তারা নজরদারিতে আছেন। পাপিয়াদের পেছনে যারা আছেন তারাও নজরদারির বাইরে নয়।

তিনি আরো বলেন, খালেদা জিয়ার জামিন আদালতের বিষয়। বিএনপি আদালতের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আদালতের বিরুদ্ধে বিক্ষোভ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App