×

খেলা

খেলার সঙ্গে কিসের লজ্জা-আত্মসম্মানবোধ?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৫:১০ পিএম

খেলার সঙ্গে কিসের লজ্জা-আত্মসম্মানবোধ?

মাশরাফি/ ফাইল ছবি

১৫ মাস পর হোমে ওয়ানডে ম্যাচে ফিরেছে মাশরাফি বিন মর্তুজা তাও আবার অধিনায়ক হিসেবেই। যতটা জানা যায় এটাই মাশরাফির অধিনায়কত্বের শেষ সিরিজ। কিন্তু মাশরাফির সাম্প্রতিক পারফরম্যান্স তেমন ভালো নয়। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে ব্যর্থতার কথা।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেজাজ হারিয়ে ফেলেন মাশরাফি। আর সেই প্রশ্নের উত্তরে বলেন, ‘আত্মসম্মান বা লজ্জার কথা বলছেন, আমি কি চুরি করি মাঠে? আমি কি চোর? খেলার সঙ্গে লজ্জা, আত্মসম্মানবোধ—আমি মেলাতে পারি না। এত জায়গায় এত চুরিচামারি হচ্ছে, তাদের কোনো লজ্জা নেই। উইকেট আমি না-ই পেতে পারি। আমার সমালোচনা আপনারা করবেন, সমর্থকেরা করবে। লজ্জা পেতে হবে কেন?

মাশরাফি বলেন, ‘আমি কি বাংলাদেশের হয়ে খেলছি, না অন্য কোনো দেশের হয়ে ক্রিকেট খেলছি যাতে আমার লজ্জা পেতে হবে? আমি পারিনি আমাকে বাদ দেবে, জিনিসটা তো সহজ। এখন কথা হচ্ছে যে লজ্জা, আত্মসম্মানবোধ আমি কার সাথে দেখাবো? আমি তো বাংলাদেশের হয়ে খেলতে নামছি। আমি কি বাংলাদেশের জনগণের বিপক্ষের মানুষ?’

যেহেতু তিনি একজন ক্রিকেটার, তাই ক্রিকেট মাঠে ব্যর্থতার জন্য সমালোচনা করলে তাতে কোনো সমস্যা নেই মাশরাফির, ‘আমি উইকেট পাই না, আমার সমালোচনা হবে। কিন্তু কথা যখন আসে লজ্জা, আত্মসম্মানবোধ। আমার সমালোচনা করুক, কিন্তু ক্রিকেট খেলতে এসে আমি কি আত্মসম্মান বিসর্জন দিতে আসছি নাকি! আমি কি অন্য দেশের হয়ে খেলতে নামি নাকি? নাকি আমি চুরি করি? এই জিনিসটার সাথে আমি মোটেও একমত না।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App