×

সারাদেশ

মুকুলের ঘ্রাণে সুরভিত ইবি ক্যাম্পাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩৮ পিএম

ফাগুনী হাওয়ায় প্রকৃতিতে আজ বইছে সুখের ঘ্রাণ। গাছের ফাঁকে ফাঁকে কচি কচি পাতার দেখা। সেই পাতার ভাঁজে কুয়াশার চাদর মোড়ানো সকালের সূর্যের হাসি। আবার অন্যদিকে আমের মুকুলের মৌ মৌ সৌরভে সুরভিত প্রকৃতির আকাশ বাতাস। আর কিছুদিন পর মুকুলের কুড়ি থেকে গুটি গুটি আমের দেখা মিলবে। ইতোমধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অভ্যন্তরে বিভিন্ন আম বাগানে দেখা মিলেছে আমের গুটির। মুকুলের ঘ্রাণে ক্যাম্পাস সুরভিত প্রায়। ইবি ক্যাম্পাসের আমের মুকুলের গল্প- [caption id="attachment_205656" align="aligncenter" width="1280"] কুয়াশার কারণে নষ্ট হচ্ছে মুকুল। তার মাঝেই দেখা মিলেছে আমের গুটির[/caption] [caption id="attachment_205657" align="aligncenter" width="1280"] কাণ্ডের ওপর খাড়া হয়ে দাঁড়িয়ে আমের মুকুল[/caption] [caption id="attachment_205658" align="aligncenter" width="1280"] মুকুলের উপর ডানা বুজে প্রজাপতিটি[/caption] [caption id="attachment_205659" align="aligncenter" width="1280"] ইসলামী বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন একাডেমি ভবনের পাশের বাগানে হঠাৎ কচি মুকুলের দেখা।[/caption] [caption id="attachment_205660" align="aligncenter" width="1280"] মুকুলে মুকুলে ভরে গেছে আমের ডাল[/caption] [caption id="attachment_205661" align="aligncenter" width="1280"] পাতার ঠিক অগ্রভাগে খাড়া হয়ে দাঁড়িয়ে মুকুলটি[/caption] [caption id="attachment_205662" align="aligncenter" width="1186"] একই ডালের অগ্রভাগে পাঁচ মুকুলের দাঁড়িয়ে থাকা[/caption]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App