×

সাময়িকী

ভেতরের অন্য রাত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৫৭ পিএম

বাঁকহীন গহীন পরিখায় গুটিসুটি মেরে থাকা মাকড়-জীবনে যত রং আসে তা ফাল্গুনের হলুদ ফুলগুলো থেকেই আসে, অথচ শুনেছি সকল হলুদ ফুলের বুকেও থাকে তালিকাহীন বিষণ্নতা! বিষণ্নতা ছাপিয়ে ফাল্গুনি রেওয়াজে মত্ত ধূসর-ঘুঘু, এমনকি শহুরে কোকিল জন্ম না নেওয়া মানুষের মতো ওজনহীনতা নিয়ে আগামীর স্তনের মাঝখানে মুখ রেখে আত্মার স্পর্শগুলি শীতনিদ্রায় তবু উঠতি ফাগুনের আগুনে বিস্ফারিত চুম্বনে কেঁপে ওঠে হৃদয়ের বালুচরে বসবাসরত আবাবিল পাখি এ সময় পৃথিবীর বাইরের দিনগুলি কিছুটা শীতল হলেও ভেতরের অন্য রাতগুলি ক্রমশ উষ্ণ হয়ে ওঠে...

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App