×

আন্তর্জাতিক

বিশ্বের সর্বত্র ছড়াবে করোনা: বিশ্বস্বাস্থ্য সংস্থা

Icon

nakib

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২১ পিএম

বিশ্বের সর্বত্র ছড়াবে করোনা: বিশ্বস্বাস্থ্য সংস্থা

করোনা সতর্কতা

শুক্রবার নতুন করে দ্রুত আরো ৫টি দেশে করোন ভাইরাস ছড়িয়ে পরায় এটি সারা বিশ্বে ছড়িযে পরবে বলে সতর্ক করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা (হু)। এর প্রভাবে সুইজারল্যান্ডে বিখ্যাত জেনেভা গাড়ি প্রদর্শনী বাতিল করা হয়েছে। ২০০৮ সালে বিশ্ব অর্থনৈতিক মন্দার পর সবচেয়ে বেশি দরপতন ঘটেছে বিশ্ব শেয়ার বাজারের লেনদেনে। মহামারি এ ভাইরাসটি আরো বড় আকার ধারণ করছে বলে মন্তব্য করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। এখনো পৃথিবীর সব দেশ ভাইরাসটি না ছড়ালেও সময়ের ব্যবধানে এটা সব দেশে ছড়াতে পারে বলে আশংকা করছে সংস্থাটি। শুক্রবার নতুন করে নাইজেরিয়া, এস্তোনিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ড ও লিথুনিয়ায় এ ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। চীনের স্বাস্থ্য কর্মকর্তারা এ ভাইরাসটিকে আধুনিক এ শতাব্দির সবচেয়ে জটিল ভাইরাস বলে মন্তব্য করেছে। কেউ বলছেন করোনায় আক্রান্ত রোগী সুস্থ্য হওয়ার পরও আবার সংক্রামিত হচ্ছে। ফলে এ ভাইরাসটিকে মোকাবেলা করা ধারণার চেয়ে বেশি কঠিন হবে বলে মনে করা হচ্ছে। ইউরোপে সবচেয়ে খারাপ অবস্থায় আছে ইতালি। দেশটিতে এ পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৬৫৫ জন। তবে ইরান, এতালি ও দক্ষিণ কোরিয়া ভাইরাসটি মোকাবেলায় চরম পর্যায়ে রয়েছে বলে জানায় হু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App