×

আন্তর্জাতিক

বাংলাদেশি শিক্ষার্থীকে ভারত ছাড়ার নির্দেশ

Icon

nakib

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৬:২০ পিএম

বাংলাদেশি শিক্ষার্থীকে ভারত ছাড়ার নির্দেশ

বাংলাদেশি শিক্ষার্থী অফসারা আনিকা মিম

সরকার বিরোধী কার্যক্রমে অংশ নেয়ার অভিযোগে ভারতের ভিসভা ভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এক বাংলাদেশি শিক্ষার্থীকে ভারত ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়। ২০ বছর বয়সি অফসারা আনিকা মিম নামের স্নাতক পড়ুয়া শিক্ষর্থীকে ১৪ ফেব্রুয়ারি স্বাক্ষরিত এক চিঠিতে ১৫ দিনের মধ্যে দেম ত্যাগের এ নির্দেশনা দেয়া হয়।

এ চিঠি পাওয়ার পর মিম খুব আতংকিত ও বিস্মিত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এর আগে বাংলাদেশি এ শিক্ষর্থী গত ডিসেম্বর ভারতের নাগরিকত্ব আইন বিরোধী কিছু পোস্ট ফেসবুকে শেয়ার করেন। তখন মিমকে “বাংলাদেশি সন্ত্রাসী” বলে সামাজিক মাধ্যমে ট্রল করা হয়।

অন্যদিকে, গত ডিসেম্বরে একজন জার্মানি শিক্ষার্থীকেও নাগরিকত্ব বিরোধী বিক্ষোভে অংশ নেয়ায় ভারত থেকে দেশে পাঠিয়ে দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App