×

আন্তর্জাতিক

করোনা মোকাবেলায় অনন্য নজির সিঙ্গাপুরের

Icon

nakib

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৪ পিএম

করোনা মোকাবেলায় অনন্য নজির সিঙ্গাপুরের

সিঙ্গাপুর

বিশ্বে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবেলায় আক্রান্ত দেশগুলো এ মহামারি মোকাবেলায় তাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছেন। চীনে বেশ কয়েকজন চিকিৎসকও ভাইরাসটি নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখোমুখি হয়েছেন।তবে করোন ঠেকাতে ব্যাতিক্রমী একটি উদ্যেগ নিয়েছেন সিঙ্গাপুরের রাজনৈতিক নেতারা। সিঙ্গাপুরের সকল মন্ত্রী এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তিরা করোনা ভাইরাস মোকাবেলায অর্থ সহায়তা করার জন্য এক মাসের বেতন নিবেন না বলে শুক্রবার জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী কেং সুয়ে কিয়েট। সংসদে বাজেট নিয়ে বক্তিতার সময় তিনি আরো জানান দেশটির প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবও স্বেচ্ছায় এ ব্যাতিক্রমী কর্মসূচিতে অংশগ্রহণ করে একমাসের বেতন নিবেন না। শুধু মন্ত্রীরাই না সকল সংসদ সদস্যরাও একমাসের কোন ভাতা নিবেন না করোনা মোকাবেলায় অর্থ সহায়তা করার অংশ নিতে। রাজনৈতিক নেতাদের সাথে পাল্লা দিয়ে সরকারি কর্মকর্তারাও তাদের অর্ধেক মাসের বেতন দিয়ে দিবেন মরণঘাতি এ ভাইরাস মোকাবেলা। সবার সম্মিলিত এ প্রচেষ্টায় করোনা মোকাবেলায় সফল হবেন কলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির অর্থমন্ত্রী। দেশটির প্রধানমন্ত্রী লি হেসেন লং শুক্রবার এক ফেসবুক পোস্টে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়লেও সিঙ্গাপুরে বর্তমানে করোনা নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App