×

শিক্ষা

একাদশ শ্রেণির ভর্তিতে কোটা বাতিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫৯ এএম

একাদশ শ্রেণির ভর্তিতে কোটা বাতিল

শিক্ষা মন্ত্রণালয়ের পোষ্যকোটাসহ আরো কয়েকটি কোটা বাতিলের মধ্য দিয়ে আগামী শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তির নীতিমালা চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালায় ভর্তিতে ৯৫ শতাংশ মেধা কোটা ও ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা রাখা হয়েছে। তবে প্রবাসীরা ঠিকঠাক কাগজপত্র দেখাতে পারলে ভর্তির ক্ষেত্রে সুবিধা পাবেন। এছাড়াও এবারের নীতিমালায় মোবাইল এসএমএসে ভর্তির আবেদন বাতিল করা হয়েছে।

এই নীতিমালা অনুযায়ী চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আগামী ১০ মে থেকে ২৫ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। ১ জুলাই থেকে পরবর্তী শিক্ষা বছরের একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মো. মনজুরুল কবীর ভোরের কাগজকে বলেন, এ বছর একাদশ শ্রেণির ভর্তিতে অন্যান্যবার মোবাইলে এসএমএসের মাধ্যমে আবেদনের সুযোগে নানা অনিয়ম ও ভোগান্তি তৈরি হয়। অনেক কলেজ কর্তৃপক্ষ আবেদনকারীর অনুমতি ছাড়াই আবেদন করে ফেলেন। এ সমস্যা সমাধানে এবার মোবাইলে আবেদন প্রক্রিয়া বাতিল করে শুরু থেকেই অনলাইনে রাখার প্রস্তাব চূড়ান্ত হয়েছে। এর ফলে ভর্তিচ্ছুদের ভোগান্তি যেমন কমবে আর্থিকভাবে সাশ্রয় হবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সভায় একাদশ শ্রেণির ভর্তির নীতিমালা চূড়ান্ত করা হয়। এখন নীতিমালাটি আদেশ আকারে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা হবে। সভায় শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি ঢাকার শীর্ষস্থানীয় ১৫টি কলেজের অধ্যক্ষরাও উপস্থিত ছিলেন সভায়।

সভায় উপস্থিত একাধিক অধ্যক্ষ বলেছেন, ভর্তি প্রক্রিয়ায় জটিলতা ও ব্যয় কমাতে এসএমএসের মাধ্যমে আবেদন প্রক্রিয়া বাতিল করে শুধুমাত্র অনলাইনে আবেদন করার সিদ্ধান্ত হয়েছে। একজন ভর্তিচ্ছু অনলাইনে ১০টি কলেজে ভর্তির আবেদন করতে পারবে। এর জন্য নেয়া হবে ১৫০ টাকা। আগে মোবাইলে এসএমএসের মাধ্যমে প্রতিটি আবেদনের জন্য ১২০ টাকা ফি নেয়া হতো। এবার এসএমএস পদ্ধতি বাতিল হওয়ায় এই টাকা খরচ হবে না।

খসড়া নীতিমালায় দেখা গেছে, শতভাগ মেধা কোটা ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের বিশেষ কোটা হিসেবে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা রাখা হয়েছে। বিকেএসপি ০ দশমিক ৫ এবং প্রবাসী ০ দশমিক ৫ শতাংশ কোটা, বিভাগীয় ও জেলা সদর এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধস্তন দপ্তরসমূহের কোটা বাতিল করা হয়েছে।

এবারও ঢাকা মহানগর এলাকায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তি ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঢাকার মধ্যে আংশিক এমপিওভুক্ত ও এমপিওবিহীন প্রতিষ্ঠানের বাংলা মাধ্যম ভর্তির জন্য ৯ হাজার ও ইংরেজি মাধ্যমের ভর্তি ফি ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সব প্রতিষ্ঠানের জন্য উন্নয়ন ফি ৩ হাজার টাকার বেশি করা যাবে না। প্রতিটি খাতে অর্থ আদায়ের ক্ষেত্রে রশিদ দেয়ার নির্দেশনা রয়েছে। এছাড়াও মফস্বল ও পৌর এলাকার জন্য ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা, পৌর জেলা সদরে ২ হাজার টাকা, ঢাকা ব্যতীত অন্যান্য মহানগর এলাকায় ৩ হাজার টাকার বেশি নেয়া যাবে না বলে খসড়ায় উল্লেখ করা হয়।

নীতিমালা অনুযায়ী, অনলাইনে একাদশ শ্রেণির প্রথম ধাপের ভর্তি আবেদন আগামী ১০ থেকে ২০ মে পর্যন্ত নেয়া হবে, ২৭ থেকে ৩১ জুন যাচাই-বাছাই, আপত্তি ও নিষ্পত্তি কার্যক্রম চলবে। ৮ জুন প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে। তবে পুনঃনিরীক্ষায় এসএসসি পরীক্ষা ফল পরিবর্তনকারীরা ১ জুন থেকে ৩ জুন পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। দ্বিতীয় ধাপে আবেদন শুরু হবে ১৭ জুন, ২০ জুন শেষ হবে। একইদিন রাত ৮টার পর এ ধাপের ফল প্রকাশ করা হবে। তৃতীয় ধাপে ২৩ জুন আবেদন শুরু হয়ে ২৫ জুন পর্যন্ত চলবে। ২৫ জুন রাত ৮টার পর এ ধাপের ফল প্রকাশ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App