×

সাময়িকী

আরেক জনমে শালিক হব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৫০ পিএম

আড়ালই ভালোবাসি সুতোর ছিদ্রান্বেষণে তবু মিলিয়ে যায় সময় আলোকছটা ঢুকে আমার মৃত বিছানায় তুমি দাও পুনর্জন্মের দাওয়াই সমুদ্র হয়ে শঙ্খে রেখে যাও জীবনসার আর আমি গোগ্রাসে গিলি এ জনমের পাপ। ঈশ্বর, আরেক জনমে মানুষ হতে চাই না গাঙচিল বানিয়ো বিচ্ছিন্ন দ্বীপের আকাশে ফাল্গুনী রাতে জীবন দিও শিমুল গুচ্ছে কিংবা শালিক হয়ে হলুদ মাঠ মাড়াতে দিও একশ একটা কসম তোমায় ঈশ্বর, তার সঙ্গে কাটাতে দিও ফুলের জীবন।। এ জনম চাপা পড়–ক স্বপ্নাহতের কফিনে আরেক জনমে শালিকই হব শেষ পৌষে রোদ পোহাবো হলুদ মাঠে তুমি পাশে এসে আলতো ছুঁয়ো জোড়া-বেশে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App