×

বিনোদন

আজম খানের জন্মদিন আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৫:১৮ পিএম

আজম খানের জন্মদিন আজ
১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার আজিমপুরে জন্মগ্রহণ করেন ব্যান্ডসঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র রকগুরু আজম খান। বাবার অনুপ্রেরণায় মাত্র ২০ বছর বয়সে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। রণাঙ্গন থেকে ফিরে গঠন করেন ব্যান্ডদল ‘উচ্চারণ’। সেই ব্যান্ডে প্রধান ভোকাল আজম খানের সাথে গিটার বাজাতেন তার বন্ধু নিলু এবং মনসুর। আর ড্রামার ছিলেন সাদেক। যদিও এর আগেই গণসঙ্গীতশিল্পী হিসেবে ‘ক্রান্তি শিল্পী গোষ্ঠী’র সঙ্গে ছিল তার সঙ্গীতে পথচলা। ১৯৭২ সালে বিটিভির একটি গানের অনুষ্ঠানে অংশ নেয়ার মাধ্যমে তরুণদের মধ্যে ছড়িয়ে পড়ে তাদের গান। সেই অনুষ্ঠানে তাদের ‘এতো সুন্দর দুনিয়ায় কিছুই রবে না রে’ ও ‘চার কালেমা সাক্ষী দেবে’ গান দুটি সরাসরি প্রচার হয়েছিল। তারপর ১৯৭৪ সালে বাংলাদেশ টেলিভিশনেরই আরেকটি অনুষ্ঠানে ‘বাংলাদেশ’ (রেললাইনের ঐ বস্তিতে) শিরোনামের গানটি গেয়ে সারাদেশে আলোড়ন তুলেন তারা। তরুণ প্রজন্মের কাছে ব্যান্ডকে তুমুল জনপ্রিয়তা এনে দেয় তাদের এই গানগুলো। পরবর্তীতে একক শিল্পী হিসেবেও প্রকাশ করেন পপ ঘরানা গানের অ্যালবাম। ১৭টি একক, ডুয়েট ও মিক্সডসহ সব মিলিয়ে তার অ্যালবাম সংখ্যা ২৫টি। এর মধ্যে ‘দিদি মা’, ‘বাংলাদেশ’, ‘কেউ নাই আমার’, ‘অনামিকা’, ‘কিছু চাওয়া’, ‘নীল নয়না’ অ্যালবামগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। আর গানের মধ্যে ‘বাংলাদেশ’, ‘ওরে সালেকা ওরে মালেকা’, ‘আলাল ও দুলাল’, ‘অনামিকা’, ‘অভিমানী’, ‘আসি আসি বলে’ ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়া ক্রিকেট খেলতেও ভালোবাসতেন তিনি। গোপীবাগ ফ্রেন্ডস ক্লাবের হয়ে খেলেছেন প্রথম বিভাগীয় ক্রিকেট। সঙ্গীতের পাশাপাশি নাটক, চলচ্চিত্র ও বেশ কয়েকটি বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করে ২০১১ সালের ৫ জুন ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই রকস্টার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App