×

আন্তর্জাতিক

ম্যারাথন দৌড় জিতলেন ৬১ বছরের লতা!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৮ পিএম

ম্যারাথন দৌড় জিতলেন ৬১ বছরের লতা!
স্বামীকে বাঁচাতে ৫ হাজার টাকা দরকার। কোথাও টাকা পাওয়ার উপায় নেই। একজন জানাল, ৩ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হচ্ছে। দৌড়ে জিততে পারলে মিলবে পুরস্কার ও টাকা। ঘটনা ২০১৩ সালের। স্থান ভারতের মহারাষ্ট্রের বারামতি। খ্যাতি নয়, অর্থের জন্য প্রতিযোগিতায় নিজের নাম লেখালেন ৬১ বছরের বৃদ্ধা লতা ভগবান কারে। দামি পোশাক, স্পোর্টস-সু পায়ে পরে সেখানে অংশ নিচ্ছেন প্রতিযোগীরা। বিশেষ কায়দায় পুরনো শাড়ি পরে, খালি পায়ে রোগা শরীর নিয়ে দৌড়ে নামা লতার গতির কাছে হার মানল চকচকে পোশাকের প্রতিযোগীরা। রাতারাতিই খবরের শিরোনামে হয়ে গেলেন লতা। সবার নজর ‘বেমানান কিন্তু আত্মবিশ্বাসে ভরপুর’ এক বৃদ্ধার দিকে। এবার সেই লতার জীবনী নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। ২০২০ সাল। লতার বয়স এখন ৬৮। তবে থামেনি তার দৌড়। মহারাষ্ট্রের যে কোনো জায়গায় বয়স্কদের ম্যারাথন প্রতিযোগিতার তিনিই মধ্যমণি। তাকে এক নজর দেখতেই ভিড় জমে যায় রাস্তার দুপাশে। লজ্জা-সংকোচ জয় করা লতার আত্মবিশ্বাসী চোখমুখে শঙ্কার ছিটেফোঁটাও নেই। জিততে যে তাকে হবেই। এই দৌড় বাঁচিয়ে রেখেছে তার সংসার। পুরস্কারের টাকাতেই চলছে স্বামীর চিকিৎসা। শখ নয়, পেটের টানে-প্রাণের টানে লতার গতি তাই যে কোনো প্রশিক্ষিত অ্যাথলেটকেও হার মানাতে সক্ষম। লতা জানান, শুরুটা ২০১৩ সালে। স্বামীর এমআরআই স্ক্যান করাতে ৫ হাজার টাকা দরকার ছিল। প্রতিবেশীদের কাছে শুনলাম দৌড়ালে টাকা পাওয়া যায়, তবে ভাবিনি জিততে পারব। শখে নয়, স্বামীকে বাঁচাতে সেদিন মাঠে নামা লতা বলেন, ওই দৌড় ছিল আমার জীবনের সবচেয়ে বড় লড়াই। জিতলে প্রাণ বাঁচবে। তাই সাহস ফিরে আসে। সবকিছু পিছনে ফেলে লক্ষ্য স্থির করি। আর তাতেই জয় আসে। পিম্পলি থেকে লতার পরিবার বুলধানায় আসে কয়েক বছর হলো। একটেরে ছোট্ট ঘরে ৫ জনের সংসার। লতার স্বামী ভগবান কারে, ছেলে সুনীল, ছেলের বৌ ও নাতি। ভগবান ও লতা দিনমজুরি করতেন। তবে স্বামী অসুস্থ হওয়ার পর সংসারের দায়িত্ব লতার কাঁধেই বর্তায়। ছেলে সুনীলের তেমন আয়-রোজগার নেই। দিনমজুরি করে দিনে ৮০-১০০ রুপি আয় হয়। তাতে কোনোমতে পেট চলে। সঞ্চয় বলতে কিছুই নেই। লতার জীবনী নিয়ে নির্মিতব্য সিনেমায় নাভিন দেশাবইনার চিত্রনাট্য ও পরিচালনায় অভিনয় করছেন রাধা চাওয়ান, রেখা গাইকড়, ভগবান কারে প্রমুখ। ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে সম্প্রতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App