×

জাতীয়

বঙ্গবন্ধুর আদর্শ ধারন করতে প্রয়োজন বস্তুনিষ্ঠ চর্চা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৮:০৯ পিএম

বঙ্গবন্ধুর আদর্শ ধারন করতে প্রয়োজন বস্তুনিষ্ঠ চর্চা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কনফারেন্সে বক্তব্য দেন সম্পাদক শ্যামল দত্ত

বঙ্গবন্ধুর আদর্শ ধারন করতে প্রয়োজন বস্তুনিষ্ঠ চর্চা

জীবনানন্দ দাশ কনফারেন্স কমপ্লেক্সে সেমিনারে বক্তারা। ছবি: প্রতিনিধি।

বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চিন্তা-চেতনা, রাজনীতি, রাষ্ট্র ও আর্থ-সামাজিক ভাবনা সম্পর্কে সঠিক ও বস্তনিষ্ঠ চর্চা না থাকলে তার আদর্শকে মননে ধারণ করা সম্ভব নয়। বঙ্গবন্ধু আর তার রাষ্ট্রচিন্তা বুঝতে হলে বঙ্গবন্ধুর লেখা বই আগে পড়তে হবে। তার জীবনাদর্শকে সঠিকভাবে ধারণ করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব। ‘বঙ্গবন্ধু, তাঁর সময় ও উত্তরাধিকার, সমাজ, অর্থনীতি ও রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) জীবনানন্দ দাশ কনফারেন্স কমপ্লেক্সে দুদিন ব্যাপী এ সেমিনার উদ্বোধন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উদযাপনকে সামনে রেখে ববির ইতিহাস ও সভ্যতা বিভাগ এবং জন-ইতিহাস চর্চা কেন্দ্র যৌথভাবে এর আয়োজন করে। ববির উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে সেমিনারে অতিথি ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব। প্রধান অতিথির বক্তব্যে হারুন হাবিব বলেন, মুজিববর্ষ উদযাপনের প্রাক্কালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ কনফারেন্সে আমরা বঙ্গবন্ধুকে যেমন জানবো, ঠিক তেমনি বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চিন্তা চেতনা, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সমাজনীতি, রাজনৈতিক দর্শন, অর্থনৈতিক ভবনা, শিক্ষাভাবনা, গণমাধ্যম ভাবনা সম্পর্কেও অবগত হবো। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, কারাগারে বসে লেখা বঙ্গবন্ধুর তিনটি বই পড়লে তাকে জানা সহজ হবে। আর বঙ্গবন্ধু কোন উচ্চতার মানুষ ছিলেন তা জানতে তার ভাষণই যথেষ্ট। সেমিনারটিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের বলে উল্লেখ করে ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত বলেন, বঙ্গবন্ধু ও তার রাষ্ট্রচিন্তা বুঝতে হলে বঙ্গবন্ধুর লেখা বই পড়তে হবে। তিনি বলেন, পঁচাত্তর আর তার আগেও বঙ্গবন্ধুকে নিয়ে একটি মহল বিতর্ক সৃষ্টির চেষ্টা করেছে। বঙ্গবন্ধুর উদারতার সুযোগ নিয়েই এসব লেখালেখি হয়েছে। সেকুলারিজম বঙ্গবন্ধুর আজীবনের একটি স্বপ্ন। আজ কি সেই স্বপ্ন আছে রাষ্ট্রের কোথাও? আজ বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক স্বপ্ন কি রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন হচ্ছে? [caption id="attachment_205438" align="aligncenter" width="700"] জীবনানন্দ দাশ কনফারেন্স কমপ্লেক্সে সেমিনারে বক্তা, অতিথি ও অংশগ্রহণকারীরা। ছবি: প্রতিনিধি।[/caption] গণমাধ্যম ব্যক্তিত্ব শ্যামল দত্ত বলেন, আজ গণতন্ত্র বড় চ্যলেঞ্জের মুখে। ভারতে যে সংঘাত তা দেখলেই সেটা বোঝা যায়। করোনাভাইরাস নিয়ে আলোচনা হয় না, অস্ত্র বিক্রি নিয়ে আলোচনা হয় ট্রাম্প-মোদীর। তরুণ প্রজন্মকে উদ্দেশ করে ভোরের কাগজ সম্পাদক বলেন, বর্তমান প্রজন্মের কাছে বঙ্গবন্ধু ও টেকনোলজি আলোচনায় আসা প্রয়োজন। সেমিনারে আরো বক্তব্য দেন জন-ইতিহাস চর্চা কেন্দ্রের প্রেসিডেন্ট প্রফেসর ড. মেজবাহ কামাল, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ড. স্বপন কুমার বালা, কানাডার ম্যাগগিল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুব্রত বসু, সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির ড. ইসা দেবী, জন-ইতিহাস চর্চা কেন্দ্রের তপন মাহামুদ লিমনসহ ববির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষকমণ্ডলী এবং আমন্ত্রিত বিশিষ্ট অতিথিবৃন্দ। আন্তর্জাতিক এই সেমিনারে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ববির ইতিহাস ও সভ্যতা বিভাগের চেয়ারম্যান ড. মো. আবদুল বাতেন চৌধুরী। সেমিনারে বাংলাদেশ, ভারত, কানাডা ও সুইডেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তিনশর বেশি খ্যাতনামা অধ্যাপক, শিক্ষক, ইতিহাসবিদ, গবেষক, সাংবাদিক ও ডেলিগেটরা অংশ নিয়েছেন। সেমিনারে বিভিন্ন সেশনে মোট ৭৫টি পেপার উপস্থাপন করা হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি সেমিনারের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App