×

বিনোদন

জয় বাংলা কনসার্ট মাতাবে নয় ব্যান্ডদল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৫৬ পিএম

জয় বাংলা কনসার্ট মাতাবে নয় ব্যান্ডদল

আগামী ৭ মার্চ রাজধানীর আর্মি স্টেডিয়ামে ৬ষ্ঠ বারের মতো পর্দা উঠতে যাচ্ছে জয় বাংলা কনসার্টের। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর আয়োজনে এবারের কনসার্টে পারফর্ম করবে ৯টি ব্যান্ড। পুরো আয়োজনজুড়ে এবারো থাকবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। যেগুলো পরিবেশন করবে অংশ নেওয়া ব্যান্ডগুলো। এর মধ্যে রয়েছে ভাইকিংস, লালন, ক্রিপটিক ফেইট, আর্বোভাইরাস, চিরকুট, নেমেসিস, এফ মাইনর, শূন্য এবং ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস। একই মঞ্চে একক শিল্পী হিসেবে গাইবেন মিনার ও অ্যাভয়েড রাফা।

আয়োজক সূত্রে জানা যায়, অংশ নেওয়া প্রতিটি ব্যান্ড নিজেদের গানের পাশাপাশি পরিবেশন করবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলো। এছাড়া কনসার্টে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধভিত্তিক গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনসহ থাকছে নানা আয়োজন।

এতে দর্শক-শ্রোতা হিসেবে অংশ নেওয়ার জন্য শিগগিরই শুরু হবে নিবন্ধন প্রক্রিয়া। অনলাইনে নিবন্ধন করতে লাগবে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন সনদ, মোবাইল নম্বর এবং ই-মেইল অ্যাড্রেস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App