×

জাতীয়

আদালত এলাকায় নিরাপত্তা জোরদার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪২ পিএম

আদালত এলাকায় নিরাপত্তা জোরদার

আদালত এলাকায় পুলিশের তল্লাশি। ছবি: ভোরের কাগজ।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে হাইকোর্ট জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকেই আদালত এলাকায় অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যার। আদালতে আগত বিচারপ্রার্থী ও সংশ্লিষ্টদের তল্লাশি করা হয়।

পরিচয়পত্র ছাড়া আইনজীবীদের আদালতে ঢুকতে দেয়া হয়নি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলাবাহিনী তৎপর রয়েছে।

সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে পাঠানো খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ প্রতিবেদন হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হয়।

আদালতে প্রতিবেদনটি পড়ে শোনান বিচারপতি ওবায়দুল হাসান। ওই প্রতিবেদনের ওপর শুনানি শেষে খালেদা জিয়ার জামিন আবেদনের আদেশের জন্য দুপুর ২টায় সময় ধার্য করেন আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App