×

আন্তর্জাতিক

মালদ্বীপের হয়ে রোহিঙ্গাদের পক্ষে লড়বেন ক্লুনি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৪:১২ পিএম

মালদ্বীপের হয়ে রোহিঙ্গাদের পক্ষে লড়বেন ক্লুনি

আমার ক্লুনি

মিয়ানমারের নিপীড়িত রোহিঙ্গাদের পক্ষে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে লড়তে বিশিষ্ট মানবাধিকার আইনজীবী আমাল ক্লুনিকে নিয়োগ দিয়েছে মালদ্বীপ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) মালদ্বীপের সরকারের পক্ষথেকে জানানো হয় যে, মিয়ানমারের ২০১৭ সালের সামরিক ক্র্যাকডাউনকে চ্যালেঞ্জ জানাতে তারা আফ্রিকার দেশ গাম্বিয়ার সাথে যুক্ত হয়ে লড়বেন। গত মাসে এক সর্বসম্মত রায় অনুসারে আন্তর্জাতিক আদালত (আইসিজে) বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারকে রোহিঙ্গাদের গণহত্যা রোধে জরুরি ব্যবস্থা কার্যকর করার নির্দেশ দিয়েছিল। তারা মিয়ানমারে ক্ষতিগ্রস্থদের অধিকার সুরক্ষার জন্য অস্থায়ী ব্যবস্থা নেওয়ার এবং চলমান মামলায় প্রমাণাদি ধ্বংস রোধে আইসিজির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশটির সরকার। মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদের মামলা লড়েছিলেন অমল ক্লুনি। ২০১৫ সালে জাতিসংঘের আদালতে নাশিদের ১৩ বছরের সাজাকে বেআইনি হিসেবে নিয়ে আসেন এই আইনজীবী। এছাড়াও উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ, ইউক্রেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ইউলিয়া টিমোশেঙ্কো, মিশরীয়-কানাডিয়ান সাংবাদিক মোহাম্মদ ফাহমি, এবং নোবেল পুরস্কার বিজয়ী নাদিয়া মুরাদের হয়েও লড়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App