×

আন্তর্জাতিক

দিল্লিতে সেনা মোতায়েন চান কেজরিওয়াল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০১:৩৪ পিএম

দিল্লিতে সেনা মোতায়েন চান কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

সহিংসতা নিরোসনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জনগণের প্রতি আস্থা জাগাতে সেনাবাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এসময় তিনি বলেন পুলিশ তার সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অক্ষম হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রনে এখনই সিদ্ধান্তে আসতে হবে। বুধবার (২৬ ফেব্রুযারি) এক টু্ইট বার্তায় কেজরিওয়াল এ কথা বলেন। টুইটে প্রভাবিত অংশের অন্যান্য জায়গায় কারফিউ জারির বিষয় নিয়েও কথা বলেন তিনি। কেজরিওয়াল জানিয়েছেন যে অনুরোধ জানাতে তিনি এবিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও চিঠি লিখবেন বলেও তিনি টুইট বর্তায তিনি উল্লেখ করেন। সপ্তাহান্তে নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে শুরু হওয়া সাম্প্রদায়িক সহিংসতায় গোষ্ঠীগুলির মধ্যে সংঘর্ষে ২০ জন নিহত হয়েছেন। দিল্লি আইনসভায় একটি কেন্দ্রশাসিত অঞ্চল। পুলিশ ও জনশৃঙ্খলা বাহিনী কেন্দ্রীয় সরকারের অধীনে হওয়ায় এবিষয়ে সিদ্ধান্ত কেন্দ্র সরকারের অধীনে। মুখ্যমন্ত্রী কেজরিওয়াল অবশ্য গত কয়েকদিন ধরে সহিংসতা কাটিয়ে উঠতে আরও সক্রিয় ভূমিকা পালন করছেন। বুধবার সকালে জামিয়া মিলিয়া ইসলামিয়ার শিক্ষার্থীরা মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করার চেষ্টা করলে পুলিশ তাত্ক্ষণিকভাবে পদক্ষেপ নিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App