×

সারাদেশ

চরফ্যাশনে গুড়িয়ে দেওয়া হয়েছে ইট ভাটা, জরিমানা

Icon

nakib

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৪৫ পিএম

চরফ্যাশনে গুড়িয়ে দেওয়া হয়েছে ইট ভাটা, জরিমানা

ইটভাটায় অভিযান

চরফ্যাশনে গুড়িয়ে দেওয়া হয়েছে ইট ভাটা, জরিমানা
ভোলার চরফ্যাশনে মাদ্রাজ ইউনিয়নের সামরাজ মৎসঘাট সংলগ্ন বকসি ব্রিকস নামক একটি ইটভাটায় অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টার সময় ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রায়হান উল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল মালেক মিয়া এসময় উপস্থিত ছিলেন। জেলা পরিবেশ অধিদপ্তরের তথ্য অপারেটর মো.কাওছার এ তথ্য নিশ্চিত করে জানান, পরিবেশ অধিদপ্তরের নিয়ম নীতি না মেনে অনুমোদন ছাড়া ড্রাম চিমনি ব্যবহার করে ইট তৈরি করায় বকসি ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। [caption id="attachment_205240" align="aligncenter" width="700"] নিষিদ্ধ পলিথিন জব্দ[/caption] এদিকে ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রায়হান উল ইসলামের নেতৃত্বে ভোলা পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের অভিযানে চরফ্যাশন বটতলা রোডে নিষিদ্ধ পলিথিন ক্রয় বিক্রয়ের অভিযোগে মোক্তাদি ষ্টোর,আনোয়ারা ষ্টোর,হাজি ষ্টোর ও মতিন ট্রেডার্স থেকে ৫শ কেজি পলিথিন জব্দ করেন। এসময় মতিন ষ্টোরের মালিক মো. মতিনকে (৪৫) ৫০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের কারদণ্ড দেওয়া হয়। এছাড়াও অপর ২ ব্যবসায়ি মো. শাকিলকে ৫০ হাজার ও মোক্তাদি ষ্টোরে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App