করোনা ছড়িয়ে পড়ায় ‘গভীর উদ্বেগ’ বিশ্বস্বাস্থ্য সংস্থার

আগের সংবাদ

ইতিহাস বিকৃতি আর নয়

পরের সংবাদ

মেলায় ২৩ প্রতিষ্ঠানকে শোকজ, নিষিদ্ধ ২ বই

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২০ , ৮:৩২ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২০ , ৮:৩৩ অপরাহ্ণ

নীতিমালা লঙ্ঘন করায় অমর একুশে গ্রন্থমেলার ২৩ প্রকাশনা প্রতিষ্ঠানকে শোকজ করেছে গ্রন্থমেলার টাস্কফোর্স উপকমিটি। মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমদ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, এসব প্রকাশনা প্রতিষ্ঠান নীতিমাল ও নিয়মাবলী ৭.১ ধারা লঙ্ঘন করেছে। গ্রন্থমেলার টাস্কফোর্স উপকমিটি একাধিক দিন পরিদর্শন ও পর্যবেক্ষণ করে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে উপযুক্ত ধারা লঙ্ঘনের অভিযোগ এনেছে। ২৫ ফেব্রুয়ারি এ চিঠিটি ইস্যু করা হয়েছে। বুধবার বাংলা একাডেমি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

নীতিমালা লঙ্ঘনকারী প্রতিষ্ঠানগুলো হলো- জয়বাংলা, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, জয় বাংলা আর্ট গ্যালারী এন্ড স্টুডিও, মাইক্রোস ডিজিটাল, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর সংগঠন, শিশু সাহিত্য বইঘর, ছোটদের জ্ঞান বিজ্ঞান একাডেমি, ছোটদের মেলা, জনতা প্রকাশ, বাঁধ পাবলিকেশন্স, কালিকলম প্রকাশনা, নবরাগ প্রকাশনী, মেয়র মোহাম্মদ হানিফ স্মৃতি সংসদ, আলগাজী পাবলিকেশন্স, আবিষ্কার, শিশু-কিশোর প্রকাশন, মুক্ত প্রকাশ, শিশু প্রকাশ, কালধারা, মৌ প্রকাশনী, মেধা পাবলিকেশন্স, নিহাল পাবলিকেশন, অভ্র প্রকাশ।

জানতে চাইলে আবিষ্কার কোয়ালিটি প্রকাশনের প্রকাশক দোলোয়ার হাসান বলেন, যে ধারায় কথা উল্লেখ করে আমাকে চিঠি দেয়া হয়েছে সে ধারা আমি লঙ্ঘন করিনি। অথচ নবযুগ, ইউপিএলসহ অর্ধশত প্রকাশনা প্রতিষ্ঠান লঙ্ঘন করলেও তাদের চিটি দেয়া হয়নি। তার অভিযোগ, তারা ক্ষমতাসীন দলের চত্রছায়ায় বই প্রকাশ করেন। তবে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী জানিয়েছেন, আমরা ২৩টি প্রকাশনাকে প্রাথমিকভাবে কারণ দর্শানোর নোটিস দিয়েছি। তারা নীতিমালা লঙ্ঘন করেছেন। তাদের কাছ থেকে জবাব পাওয়ার পর আগামী মেলায় আমরা তাদের বিষয়ে ভেবে দেখবো।

নিষিদ্ধ ‘নানীর বাণী’ ও ‘দ্য আরেফিন’ বই দুটি: মানুষের ধর্মীয় ও ব্যক্তি স্বাধীনতায় আঘাত করায় মেলার দিয়ার্ষি আরাগের লেখা ‘নানীর বাণী’ ও ‘দ্য আরেফিন’ নামের দুটি বইয়ের প্রকাশনা ও বিক্রি নিষিদ্ধ করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। সঙ্গে সঙ্গে বইমেলা থেকে বই দুটি সরিয়ে নিতে বাংলা একাডেমির মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র সচিব, ডিসি-এসপি ঢাকা ও নারায়ণগঞ্জকে নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে বই দুইটির প্রকাশনা ও বিক্রি নিষিদ্ধ করে আদেশ দিয়েছেন। বই দুটি মানুষের ধর্মীয় ও ব্যক্তি স্বাধীনতায় আঘাত করেছে উল্লেখ করে সুপ্রিম কোর্টের আইনজীবী আজহার উল্লাহ ভূইঁয়া ‘নানীর বাণী’ ও ‘দ্য আরেফিন’ বই দুটি আদালতের নজরে আনেন। অ্যাডভোকেট আজহার উল্লাহ ভূঁইয়া জানান, বই দুইটি মানুষের ধর্মীয় বিশ্বাস, ব্যক্তি স্বাধীনতায় আঘাত করেছে। আইনজীবীদের পক্ষে বিষয়টি আদালতের নজরে এনেছি।

নকি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়